মাসুদ আহমেদ, শ্রীনগর: ফের উত্তপ্ত ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরে পুলিশ ও সেনার যৌথ অভিযানে খতম এক জঙ্গি। অন্য এক জেহাদির খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী-সহ এক সেনা জওয়ান।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার চাসানা অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। পুলিশের কাছে ওই অঞ্চলে দুই জঙ্গির উপস্থিতির খবর ছিল। সেই তথ্য অনুযায়ী পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এরপরই যৌথ বাহিনীর হাতে নিকেশ হয় এক জঙ্গি। অন্য এক জনের খোঁজে এখনও অভিযান চলছে।
[আরও পড়ুন: ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, কাশ্মীরি সাংসদকে বেনজির ‘সাজা’ সুপ্রিম কোর্টের]
এ বিষয়ে জম্মু-কাশ্মীরের শীর্ষ পুলিশকর্তা মুকেশ সিং জানিয়েছেন, “পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী রিয়াসি জেলার চাসানা অঞ্চলে যৌথ অভিযান চালানো হয়। এই তল্লাশিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও এক জঙ্গির খোঁজে অভিযান চালানো হচ্ছে চাসানার তুলি এলাকার গলি সোহাব অঞ্চলে।”
প্রসঙ্গত, গত মাসেই কাশ্মীরে জঙ্গিদমনে বড় সাফল্য পেয়েছিল ভারতীয় সেনা। সীমান্ত পেরিয়ে ঢুকে আসা দুই জঙ্গিকে পুঞ্চ সেক্টরে নিকেশ করে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।