shono
Advertisement

ফের রাতের কলকাতায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে গুরুতর জখম চালক

নাইট কারফিউ সত্ত্বেও কেন বেরিয়েছিলেন ওই ব্যক্তি তা খতিয়ে দেখা হচ্ছে।
Posted: 10:09 AM May 24, 2021Updated: 10:09 AM May 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) মোকাবিলায় রাজ্যে একাধিক ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। ৯ থেকে ৫ পর্যন্ত নাইট কারফিউ। এই পরিস্থিতিতেও রাতের শহরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মা উড়ালপুলে নিয়ন্ত্রণে হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি। গুরুতর জখম হয়েছেন চালক। তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাতে মা উড়ালপুল হয়ে চিংড়িঘাটা থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা দিয়ে উলটে যায় গাড়িটি। গাড়িতে চালক একাই ছিলেন। গুরুতর জখম হন তিনি। নাইট কারফিউ থাকায় রাস্তায় লোকজন ছিলেন না। কর্তব্যরত পুলিশ আধিকারিকরাই ওই চালককে উদ্ধার করেন। তাঁকে পাঠানো হয় হাসপাতালে।

[আরও পড়ুন: আর কেন্দ্রীয় নিরাপত্তা নিতে নারাজ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জানেন কেন?]

পুলিশ জানিয়েছে, ওই গাড়িচালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে দেখা হবে সিসিটিভি ফুটেজ। ৯ থেকে ভোর ৫ টা পর্যন্ত রাজ্যে জারি নাইট কারফিউ, এর মাঝে কেন পথে নেমেছিলেন ওই ব্যক্তি, তা নিয়েও প্রশ্ন উঠছে। উল্লেখ্য, মা ফ্লাইওভারে দুর্ঘটনা এই প্রথম নয়।\

[আরও পড়ুন: রাত পোহালেই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে, ‘যশ’ মোকাবিলায় বিশেষ বৈঠক লালবাজারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement