shono
Advertisement

ছাত্রদের হাতেই যাচ্ছে টিএমসিপি-র রাশ, নতুন মুখের সন্ধান তৃণমূলের

কলেজে কলেজে অন্তর্কলহ রুখতে নয়া বার্তা৷ The post ছাত্রদের হাতেই যাচ্ছে টিএমসিপি-র রাশ, নতুন মুখের সন্ধান তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:59 PM Sep 08, 2018Updated: 06:59 PM Sep 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  তৃণমূল ছাত্র পরিষদের শুদ্ধিকরণের পথে আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বের তরফে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কমিটি ভেঙে পরবর্তী সভাপতি নির্বাচনের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনেরও নির্দেশ দেন৷ পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ১০ সদস্যের ওই কমিটির আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের সভাপতি নির্বাচনে সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নয়া কমিটি গঠনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের পরিস্থিতি দূরীকরণের লক্ষ্যে ছাত্রদের হাতেই পরিষদের দায়িত্ব তুলে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷

Advertisement

[ফুটপাতবাসী তরুণীকে খাবারের লোভ দেখিয়ে গণধর্ষণ, শহরে চাঞ্চল্য]

কলেজে কলেজে অন্তর্কলহ ও ছাত্র ভরতির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর ছাত্র সংগঠনের পায়ে লাগাম টানতে প্রতিটি কলেজের ইউনিট সভাপতি ও জিএসদের ডেকে আজ ক্লাস নেন দলের শীর্ষনেতৃত্ব৷ তৃণমূল ভবনের ওই বৈঠকে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতারা৷ সেখানে কলেজ ধরে ধরে সংগঠনের নেতাদের সতর্ক করা হয়৷ সিদ্ধান্ত নেওয়া হয়, ছাত্র সংগঠনের রাশ থাকবে ছাত্রদের হাতেই৷ তুলে নিয়ে আসা হবে নতুন মুখ৷ শিক্ষায় দলবাজি ও শিক্ষকদের ঘেরাও রুখতেও দলীয় নেতা-কর্মীদের কড়া দাওয়ায় দেন মহাসচিব৷ এদিন পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, কলেজে টাকা নিয়ে ছাত্র ভরতি থেকে শুরু করে কোনওরকম অনিময় বরদাস্ত করবে না দল৷ অনিয়ম প্রকাশ্যে আসলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও কড়া বার্তাদেন পার্থবাবু৷

[লাগামহীন জ্বালানির মূল্য, শনিবারও দাম বাড়ল পেট্রল-ডিজেলের]

এদিনের এই বিশেষ বৈঠকে প্রতিটি কলেজ ও ছাত্র প্রতিনিধিদের নাম ধরে ধরে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়৷ ঝাড়গ্রাম রাজ কলেজের ইউনিটকে সতর্ক করেন পার্থবাবু৷ দলের স্পষ্ট বার্তা, অযথা আন্দোলন, ঘেরাও কোনওভাবেই সমর্থন করবে না দল৷ প্রয়োজনে দলকে জানাতেও নির্দেশ দেওয়া হয়৷ তৃণমূল সূত্রে খবর, এদিনের এই বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় সাফ জানিয়ে দেন, টাকা নিয়ে ছাত্র ভরতির অভিযোগ কোনওভাবেই মেনে নেওয়া হবে না৷ টাকার বদলে ছাত্রছাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানানোর কথাও বলেন৷ ছাত্র ভরতি ও কলেজের প্রশাসনিক কোনও সমস্যা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে মেটানোর নির্দেশও দেন তিনি৷

The post ছাত্রদের হাতেই যাচ্ছে টিএমসিপি-র রাশ, নতুন মুখের সন্ধান তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement