shono
Advertisement

পাঁচ রাজ্যের চারটিতেই সংকটে বিজেপি, এগিয়ে কংগ্রেস! ইঙ্গিত জনমত সমীক্ষায়

কী বলছে পাঁচ রাজ্যের ওপিনিয়ন পোল?
Posted: 08:07 PM Oct 10, 2023Updated: 08:09 PM Oct 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ঠিক তার পর পরই এক বিখ্যাত সংস্থা এই পাঁচ রাজ্যের জনমত সমীক্ষা প্রকাশ করেছে। এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এই পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই ভরাডুবি হতে পারে বিজেপির। বড়সড় উত্থান হতে পারে কংগ্রেসের।

Advertisement

মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে সমীক্ষায়। তবে সেই লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে কংগ্রেস। ABP-C Voter সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে ১১৩ থেকে ১২৫টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে ১০৪-১১৬টি আসন।

[আরও পড়ুন: একধাক্কায় ৫৭ শতাংশ সম্পত্তি কমল আদানির! দেশের সবচেয়ে ধনীর তকমা আম্বানির]

রাজস্থান: রাজস্থানে এই মুহূর্তে ক্ষমতায় কংগ্রেস। সমীক্ষা বলছে, গত কয়েক দশকের রীতি বজায় রেখে এবারেও মরুরাজ্যে ক্ষমতা বদল হবে। কংগ্রেসের (Congress) হাত থেকে রাজস্থান ছিনিয়ে নেবে গেরুয়া শিবির। সেখানে বিজেপি পেতে পারে ১২৭-১৩৭ আসনে। কংগ্রেস আটকে যেতে পারে মাত্র ৫৯-৬৯ আসনে। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র রাজস্থানেই সুখবর রয়েছে বিজেপির জন্য।

ছত্তিশগড়: নকশাল অধ্যুষিত ছত্তিশগড়ে ফের কংগ্রেসের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে ABP-C Voter সমীক্ষা। তবে লড়াই হাড্ডাহাড্ডি। ৯০ আসনের ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪৫ থেকে ৫১ আসন। আর বিজেপির (BJP) দখলে যেতে পারে ৩৯ থেকে ৪৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ২টি আসন।

তেলেঙ্গানা: এবিপি সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় (Telengana) এবার অঘটন ঘটাতে পারে কংগ্রেস। সেরাজ্যে বিআরএস-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৪৮-৬০টি আসন। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস পেতে পারে ৪৩-৫৫ আসন। মাত্র ৫-১১ আসন পেতে পারে বিজেপি।

[আরও পড়ুন: চলতি মাসেই ভোটার তালিকা সংশোধন, কবে, কীভাবে নাম তুলবেন? সংশোধনের উপায় কী?

মিজোরাম: মিজোরাম বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত সমীক্ষায়। সেরাজ্যে ৪০ আসনের মধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে ১০-১৪ আসন। মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে ১৩-১৭ আসন। আর ZPM পেতে পারে ৯ থেকে ১৩ আসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement