shono
Advertisement

মুখ্যমন্ত্রীর বাজেট পেশের আগে বিধানসভায় বিশৃঙ্খলা, উঠল ‘জয় শ্রীরাম’ধ্বনি, ওয়াকআউট বিজেপির

বয়কট করেছে বাম এবং কংগ্রেস।
Posted: 04:44 PM Feb 05, 2021Updated: 05:10 PM Feb 05, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগেই রাজ্য বিধানসভায় তুমুল হইচই। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) বিধায়করা। তারপর ওয়াক আউট করে গেরুয়া শিবির। বাজেট বয়কট করেছে বাম এবং কংগ্রেস।

Advertisement

সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট। এই পরিস্থিতিতে তিন মাসের ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রীরই বাজেট পাঠের কথা। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই মুখ্যমন্ত্রী তা পাঠ করেন। তবে বাজেট পাঠের শুরুতেই তুমুল বিশৃঙ্খলা রাজ্য বিধানসভায়। বারবার স্পিকারের হুঁশিয়ারি সত্ত্বেও হই হট্টগোল চলতে থাকে। মনোজ টিগ্গার নেতৃত্বে বিক্ষোভ বিজেপির। মনোজ টিগ্গাকে বারবার হুঁশিয়ারি দেন স্পিকার। তা সত্ত্বেও বাজেট পাঠে ক্রমাগত বাধা দিতে থাকে বিজেপি। বিধানসভায় ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও। শেষ পর্যন্ত ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বাজেট বয়কট করে বাম এবং কংগ্রেসও।

[আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে জখম কয়েকজন]

এই ঘটনায় অত্যন্ত বিরক্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এমন ব্যবহার আর কেউ যেন না করেন সেই হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, “পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ভাষণের সময় এমন তো হয় না। এটা নিন্দনীয়।” পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফের বাজেট পেশ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে তিনিও উষ্মাপ্রকাশ করেন। বলেন, “লোকসভায় আমিও গিয়েছি। আমিও কাজ করেছি। এই অবস্থা দেখিনি। ৪-৫ জন বিধায়ক মিলে এই অবস্থা। তা হলে বুঝতে পারছেন কী হতে পারে।” তারপর যদিও ফের স্বাভাবিক ছন্দে ফেরে বিধানসভা। বাজেট পেশ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

[আরও পড়ুন: অক্সিজেনের খোঁজে ব্রিগেডের সভায় সাতাত্তরের বুদ্ধদেবকে চায় বামেরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement