shono
Advertisement
National Award

জাতীয় পুরস্কারের মনোনয়নের তালিকায় নেই কোনও ক্রিকেটার, অর্জুনের জন্য মনোনীত তিন বঙ্গকন্যা

দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য কার নাম সুপারিশ করা হয়েছে?
Published By: Prasenjit DuttaPosted: 09:59 AM Dec 25, 2025Updated: 10:53 AM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বারের জাতীয় পুরস্কারের মনোনয়নের তালিকায় নেই কোনও ক্রিকেটার। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত তিন বাঙালি ক্রীড়াবিদ। এর জন্য প্রণতি নায়েক, মেহুলি ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করা হয়েছে। বুধবার প্রকাশ্যে এসেছে মনোনয়নের তালিকা। 

Advertisement

এ বছর দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য একমাত্র ভারতীয় হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিংয়ের নাম সুপারিশ করা হয়েছে। ২৭ বছরের এই এই হকি খেলোয়াড় ভারতীয় দলের মাঝমাঠে অন্যতম স্তম্ভ। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এশিয়া কাপের সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন। একইসঙ্গে ভারতের মহিলা দাবাড়ু দিব্যা দেশমুখের নামও অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে।

এবারের প্রস্তাবিত অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছেন ২৪ জন ভারতীয় ক্রীড়াবিদের নাম। পুরুষ দাবাড়ু বিদিথ গুজরাতি এবং অ্যাথলিট তেজস্বিন শঙ্করের নামও প্রস্তাবিত অর্জুন পুরস্কারের তালিকায় রয়েছে। বুধবার গগন নারাং, অপর্ণা পোপাট ও এমএম সোমাইয়াদের নিয়ে তৈরি নির্বাচক কমিটি এই তালিকা ঘোষণা করেন।

ব্যাডমিন্টন থেকে পুল্লেলা গোপীচাঁদের কন্যা গায়ত্রী গোপীচাঁদের নামও প্রস্তাবিত অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকায় আছে। এছাড়া ক্রীড়ামন্ত্রক দ্বারা আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পাঁচবছর পর যোগাসনে অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে আরতি পালের নাম। রয়েছে মহিলা ব্যাডমিন্টন তারকা তৃষা জলির নামও। বাংলার শুটার মেহুলি ঘোষ এবং টেবিল টেনিস তারকা অলিম্পিয়ান সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম তালিকায় আছে। মেহুলি দু'বার বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন। রয়েছেন জিমন্যাস্টিক্স থেকে রয়েছেন প্রণতি নায়েকও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ বারের জাতীয় পুরস্কারের মনোনয়নের তালিকায় নেই কোনও ক্রিকেটার।
  • অর্জুন পুরস্কারের জন্য মনোনীত তিন বাঙালি ক্রীড়াবিদ।
  • এর জন্য প্রণতি নায়েক, মেহুলি ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করা হয়েছে।
Advertisement