সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০১ সালের নীতি বাতিল করে নতুন করে ২০২৫ সালে তৈরি হয়েছে জাতীয় ক্রীড়ানীতি। লক্ষ্য হল ভারতকে ক্রীড়াজগতে শক্তিশালী করে গড়ে তোলা। যদিও সেই ভারতেই ট্রেনের সাধারণ কামরার শৌচাগারের সামনে বসে স্কুল পর্যায়ের জাতীয় কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে উত্তরপ্রদেশ গেলেন ওড়িশার ১৮ জন কুস্তিগির। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এমন কাণ্ড ঘটল কেন?
উত্তরপ্রদেশে এবার বসেছে ৬৯ তম জাতীয় স্কুল কুস্তি প্রতিযোগিতা। যোগ্যতার ভিত্তিতে সেখান অংশ নিচ্ছেন ওড়িশার ১০ জন ছেলে এবং ৮ জন মেয়ে মোট আঠেরো জন কুস্তিগির। যাতায়াত-সহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সে রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দপ্তর। কিন্তু সেই কাজে ব্যর্থ হন। তরুণ খেলোয়াড়দের ট্রেনের টিকিটই নিশ্চিত করতে পারেনি তারা। এর ফলেই ফলে প্রবল ঠান্ডায়, সাধারণ কামরায় শৌচাগারের সামনে বসে উত্তরপ্রদেশে যেতে হয়েছে ওই কুস্তিগিরদের। এমনকী প্রতিযোগিতা শেষে একই ভাবে ঘরে ফেরেন তাঁরা।
এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। স্বভাবতই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, কেন অপরিষ্কার ট্রেন শুয়ে-বসে যেতে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের? আঙুল উঠেছে রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দপ্তরের দিকে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ৪ জনের টিকিট কনফার্ম হয়েছিল। অস্বস্তিতে ওড়িশার বিজেপি সরকার। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি সরকার পক্ষ।
