সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকের নিয়মের গেরোয় ২০২৮ অলিম্পিকে কি বক্সিং রিংয়ে দেখা যাবে না টোকিও অলিম্পিকে পদকজয়ীকে? আপাতত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়মে সত্যিই মুশকিলে লভলিনা বরগোঁহাই। পরের অলিম্পিকে তিনি ৭৫ কেজি বিভাগে নামতে পারবেন না। আইওসি এই বিভাগে তাঁকে বাতিল করেছে। এরপর কী করবেন তিনি?

সূত্রের খবর, ৭৫ কেজির পরিবর্তে ৭০ কেজি বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লভলিনা। ২০২৪ প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটও তাঁর ওজন বিভাগ পরিবর্তন করেছিলেন। ফাইনালেও পৌঁছেছিলেন। কিন্তু ১০০ গ্রাম অতিরিক্ত ওজন তাঁর কাছ থেকে পদক ছিনিয়ে নেয়। সুতরাং লভলিনাকে এ ব্যাপারে সতর্ক থেকে বক্সিং রিংয়ে নামতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বুধবার, আইওসি ২০২৮ সালের অলিম্পিকের সময়সূচি এবং অ্যাথলিট কোটা ঘোষণা করেছে। লভলিনাকে জানানো হয়, তাঁকে হয় ৭০ কেজিতে নামতে হবে অথবা ৮০ কেজি পর্যন্ত ওজন বাড়াতে হবে। অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তে হতবাক লভলিনা বলেন, "আমার জন্য সম্পূর্ণ নতুন তথ্য। এটা বেশ মর্মান্তিক। মনে হয় আমাকে ৭০ কেজি বিভাগে নামতে হবে। ৮০ কেজি ওজন বাড়ানো আমার পক্ষে কঠিন।"
অলিম্পিক কমিটির এহেন সিদ্ধান্তে চমকে গিয়েছেন তাঁর ব্যক্তিগত কোচ প্রণমিকা বোরা। তিনি বলেন, "এমন খবরে আমিও হতবাক। ফিটনেস টেস্ট এবং ডাক্তারি পরীক্ষার পর ও কোন বিভাগে নামবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওর স্বাভাবিক ওজন ৭৪ কেজি। অতিরিক্ত ওজন কমানোর ফলে লভলিনার শক্তি কমে যেতে পারে। ওর সুবিধা-অসুবিধার ব্যাপারটাও আমাদের দেখতে হবে।"
২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার লভলিনা বরগোঁহাই। তার আগে বক্সিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন মেরি কম। তবে ২০২৪ সালের অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় বক্সারদের। তাই লস অ্যাঞ্জেলসকে পাখির চোখ করছিলেন নিখাত জারিনরা। কিন্তু বক্সিং আদৌ অলিম্পিকে থাকবে কিনা, সেই নিয়েই সংশয় দেখা যায়। যদিও সেই সব সংশয় দূর করে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বক্সিংকে সম্প্রতি অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আর তারপরই তাদের এমন সিদ্ধান্তে ঘোর মুশকিলে লভলিনা।