সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া পদকজয়ের পুরস্কার, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন মনু ভাকের!
সেই খবর শোনার পরে ভারতের পদকজয়ী শুটার বলছেন, ''ওহ মাই গড। আমি পতাকাবাহক হতে চাই, তবে দেখা যাক।''
মনুর পিস্তলে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ১২৪ বছরের পুরনো ইতিহাস। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন তাঁর নামের পাশে। অল্পের জন্য পদক জয়ের হ্যাটট্রিক হয়নি তাঁর। ভারতের অ্যাথলিটদের মধ্যে মনু ভাকেরই উজ্জ্বল।
[আরও পড়ুন: চোখের সামনে ভাঙছে বঙ্গবন্ধুর মূর্তি, হৃদয়ে রক্তক্ষরণ ইস্টবেঙ্গল প্রাক্তনী আসলামের]
মেয়ের দুরন্ত এই সাফল্যের পরে তাঁর মা সুমেধা বলেছেন, ”জন্মানোর পর থেকেই মনু আমাকে গর্বিত করেছে। মেয়ের জন্য আমি গর্বিত। অলিম্পিকে ও দেশকে গর্বিত করেছে। গর্বিত করেছে আমাদের সবাইকে। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। একজন মা-ই কেবল তা বুঝতে পারে। আই অ্যাম ভেরি হ্যাপি বেটা। এগিয়ে চলো।”
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে শুরুটা করেছিলেন হরিয়ানার মেয়ে। টোকিওয় প্রথম পদক জিতেছিলেন মীরাবাই চানু। প্যারিসেও দেশের প্রথম পদক জেতেন আরেক মহিলা। তিনি মনু ভাকের। দুই অলিম্পিকেই নারীশক্তির জয়গান। প্যারিসে মনু ভাকেরের পিস্তল দেশকে পদক দিয়েছে। তার জন্যই সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহক হচ্ছেন মনু ভাকের।