সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের অলিম্পিকে ইতিহাস গড়েছিলেন মনু ভাকের (Manu Bhaker)। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির তাঁর নামের পাশে। কিন্তু এবার খেলরত্নের জন্য মনুর নাম মনোনীত হয়নি বলেই খবর। তা জানতে পেরে পদকজয়ী মনুর আক্ষেপ, 'অলিম্পিকে পদক জেতাই উচিত হয়নি'। সেই ক্ষোভ প্রকাশ্যে আনলেন মনুর বাবা রামকৃষ্ণ ভাকের।
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। ভারতের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারালিম্পিকের সোনাজয়ী প্রবীণ কুমাররা মনোনয়ন পেয়েছেন। কিন্তু মনোনয়নের চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে মনুর নাম। তাঁর বাবা বলছেন, "আমার এখন আক্ষেপ হচ্ছে, কেন মনুকে শুটিংয়ে এনেছি। এর থেকে ওকে ক্রিকেটার বানাতে পারতাম। তাহলে সব সম্মানই ও পেত। আজ পর্যন্ত কেউ এক অলিম্পিকে জোড়া পদক পায়নি। দেশের জন্য আমার মেয়ে আর কী করতে পারে? আমি মনুর সঙ্গে কথা বলেছি। ও খুব হতাশ হয়ে বলেছে, 'আমার অলিম্পিকে যাওয়া এবং দেশের জন্য পদক জেতা উচিত হয়নি। সত্যি বলতে, আমার খেলোয়াড় হওয়াই উচিত হয়নি'।"
কেন মনু মনোনয়ন পেলেন না? ক্রীড়ামন্ত্রকের দাবি, মনু নাকি খেলরত্নের জন্য আবেদনই করেননি। আবার মনুর বাবা রামকৃষ্ণ ভাকেরের বক্তব্য, তাঁরা আবেদন করেছিলেন, কিন্তু কমিটির তরফ থেকে কোনও উত্তর আসেনি। অলিম্পিকে পদকজয়ীর বাবার বক্তব্য, "মনু বলেছে, ও খেলরত্নের জন্য আবেদন করেছিল। সেক্ষেত্রে কমিটির উচিত ছিল, ওর নাম মনোনয়নে রাখা। যাই হোক, ফেডারেশন থেকে ক্রীড়ামন্ত্রককে বিষয়টি জানানো হয়েছে। মনুর নাম মনোনয়ন তালিকায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।"
এই প্রসঙ্গে ফিরে আসছে ২০২১ সালে খেলরত্ন পুরস্কারের প্রসঙ্গ। টোকিও অলিম্পিকে যাঁরা পদক পেয়েছিলেন, তাঁরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছিলেন। তাহলে এবারও কেন সেই নিয়ম প্রযোজ্য হবে না? উঠছে সেই প্রশ্নও।