shono
Advertisement
UFC

UFC-তে প্রথম ম্যাচেই জয়, ভারতীয় হিসাবে ইতিহাস উত্তরপ্রদেশের পূজার

উত্তরপ্রদেশের মুজঃফরনগরের মেয়ে পূজা গত বছরই ইউএফসিতে খেলার চুক্তি পাকা করেছিলেন।
Published By: Anwesha AdhikaryPosted: 12:55 PM Jun 09, 2024Updated: 01:34 PM Jun 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে ভারতের দাপট। প্রথমবার UFC ম্যাচ খেলতে নেমেই ফাইট জিতে নিলেন উত্তরপ্রদেশের কন্যা পূজা তোমার। হাড্ডাহাড্ডি তিন রাউন্ড ফাইট শেষে জয়ী হলেন তিনি। এই প্রথমবার ইউএফসিতে খেলতে নেমে জয় পেলেন কোনও ভারতীয়। নিজের সাফল্য় ভারতের সমস্ত ফাইটারদের উৎসর্গ করেছেন পূজা।

Advertisement

উত্তরপ্রদেশের মুজঃফরনগরের মেয়ে পূজা গত বছরই ইউএফসিতে (UFC) খেলার চুক্তি পাকা করেছিলেন। শনিবার আমেরিকার লুইভিলে ইউএফসি কেরিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন ব্রাজিলের রায়ানে ডস স্যান্টোস। শুরু থেকেই আগ্রাসী মেজাজে লড়াই শুরু করেন পূজা। প্রথম রাউন্ডে এগিয়ে যান তিনি। তবে পরের রাউন্ডে জয় মেলে ব্রাজিলীয় প্রতিপক্ষের। শেষ পর্যন্ত তৃতীয় রাউন্ডে জিতে যান পূজা। তাঁর পক্ষে স্কোর ৩০-২৭, ২৭-৩০, ২৯-২৮।

[আরও পড়ুন: ‘রোহিতকে কীভাবে আটকাতে হবে জানি’, আগাম হুঙ্কার আমিরের

ইতিহাস গড়ে স্বভাবতই উচ্ছ্বসিত পূজা। ফাইটার মহলে 'সাইক্লোন' নামে পরিচিত পূজা বলেন, "সবাই ভাবে ভারতীয়রা ফাইট করতে পারে না। ইউএফসির মঞ্চে ভারতীয়রা বেমানান। আজ গোটা দুনিয়াকে দেখিয়ে দিতে চাই, ভারতীয় ফাইটাররাও জিততে পারে। আমরা থামব না। এবার ইউএফসি চ্যাম্পিয়ন হব। কয়েকটা ঘুষি খেতে হয়েছে আজ। কিন্তু আমি খুব খুশি।"

ফাইটের শুরুতে জাতীয় সংগীত শুনে, গায়ে তেরঙ্গা জড়িয়ে এসেছিলেন পূজা। ম্যাচ জিতে বলছেন, ওই সময়েই নিজেকে বুঝিয়েছিলেন লড়াইয়ে জিততেই হবে। আগামী দিনে আরও উন্নতি করে ইউএফসি চ্যাম্পিয়ন হতে চান পূজা। উল্লেখ্য, এর আগে ভারত কান্ডারে এবং অনশুল জুবিলও ইউএফসিতে খেলেছেন। কিন্তু প্রথম ম্যাচে জিততে পারেননি।

[আরও পড়ুন: ভারত-পাক মহারণের আগে রোহিতের চিন্তায় পিচ, পেস বিভাগই ভরসা বাবরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের মুজঃফরনগরের মেয়ে পূজা গত বছরই ইউএফসিতে খেলার চুক্তি পাকা করেছিলেন।
  • ইতিহাস গড়ে স্বভাবতই উচ্ছ্বসিত পূজা।
  • উল্লেখ্য, এর আগে ভারত কান্ডারে এবং অনশুল জুবিলও ইউএফসিতে খেলেছেন। কিন্তু প্রথম ম্যাচে জিততে পারেননি।
Advertisement