shono
Advertisement

সকালে জামিন পেয়ে বিকালে ধর্ষণ, শিক্ষকের কীর্তিতে স্তম্ভিত দেশবাসী

মহিলাদের দেখে হস্তমৈথুনের অভিযোগও আছে এই শিক্ষকের বিরুদ্ধে৷ The post সকালে জামিন পেয়ে বিকালে ধর্ষণ, শিক্ষকের কীর্তিতে স্তম্ভিত দেশবাসী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 PM Jun 04, 2018Updated: 01:24 PM Jun 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জামিনে মুক্তি মেলার কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িতে ঢুকে মহিলাকে টানা ছ’ঘণ্টা ধরে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে৷ এর আগেও ধৃত শিক্ষক সন্দীপ চৌহানের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ ২৪টির বেশি অভিযোগ জমা পড়েছিল পুলিশের খাতায়৷ গতমাসে শ্লীলতাহানি ও মহিলাকে দেখে হস্তমৈথুনের জোড়া মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ৷ মাত্র ১৪ দিন জেলের ঘানি টানার পর সকালে জামিনে মুক্তি পাওয়ার পর বিকালে মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে রাজধানীর মহিলাদের নিরাপত্তা৷

Advertisement

রবিবার সন্ধ্যার এই ঘটনায় নির্যাতিতার তরফে পেশায় শিক্ষক সন্দীপ চৌহানের বিরুদ্ধে বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়৷ নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ৩৭৬ ধর্ষণ, ৩০৭ খুনের চেষ্টা, ৩৯২ লুট-সহ ৩২৮, ৩৪২, ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

[তাজমহলের আসল রং কী? জানতে গবেষণা করবে কেন্দ্র]

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, গত ২৯ মে অফিস থেকে বাড়ি ফেরার পথে তাঁকে উত্ত্যক্ত করতে থাকে অভিযুক্ত ওই শিক্ষক৷ জোর করে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে৷ কিন্তু, কোনোক্রমে তিনি ঘরের দরজা বন্ধ করে প্রাণে বেঁচে যান৷ এই ঘটনার পর ফের ওই মহিলার হাত ও মাথার চুল ধরে প্রকাশ্যে টানাটানিও করে অভিযুক্ত ওই ব্যক্তি৷ তাঁকে মদ খাইয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়৷

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অন্য একটি মহিলাকে শ্লীলতাহানি ও দুই  মহিলাকে দেখে হস্তমৈথুনের জোড়া মামলায় পু্লিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ ১৪ দিন জেলের ঘানি টানার পর জামিনে মুক্ত হয় অভিযুক্ত৷ সকালে জামিনে মুক্তি পাওয়ার পরপরই বিকালে ফের ওই মহিলার বাড়িতে চড়াও হয় অভিযুক্ত৷ ঘরে মধ্যে ঢুকে মহিলাকে টানা ছ’য় ঘণ্টা ধরে ধর্ষণ করে অভিযুক্ত৷ রাতভর ধর্ষণের পর সকালে মহিলার মোবাইল হাতিয়ে অভিযুক্ত ওই ব্যক্তি চম্পট দেয় বলে অভিযোগ৷ ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান রেকর্ড ও মেডিক্যাল টেস্ট করানো হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

The post সকালে জামিন পেয়ে বিকালে ধর্ষণ, শিক্ষকের কীর্তিতে স্তম্ভিত দেশবাসী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement