সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বামন হয়ে নাকি চাঁদের দিকে হাত বাড়াতে নেই। কিন্তু কেন? শরীরের উচ্চতা কম হলেই কি মনের স্বপ্ন দেখার অধিকার থাকে না? বামনদের কি ‘প্রেমে পড়া বারণ’? এই প্রশ্ন নিয়ে আসছে নতুন ছবি কুলপি (Kulpi)। যেখানে বামন হিরোর হিরোইন হিসেবে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে (Paayel Sarkar)। নতুন বছরেই মুক্তি পাবে ‘কুলপি’। তার আগে প্রকাশ্যে এল ছবির পোস্টার।
একুশের বিধানসভা নির্বাচনের সময় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন পায়েল। বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী (BJP Candidate) হয়েছিলেন। সে কেন্দ্রে এখন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। রাজনীতির আঙিনায় এখন আর তেমন দেখা যায় না পায়েলকে। সিনেমার কাজেই মন দিয়েছেন অভিনেত্রী। ‘কুলপি’তে অন্যরকম চরিত্রেই দেখা যাবে পায়েলকে।
[আরও পড়ুন : Royal Bengal Tiger: শেষ ‘বাঘবন্দি খেলা’, ৬ দিন পর জালে কুলতলির রয়্যাল বেঙ্গল]
ছবির বিষয়বস্তু সিরিয়াস হলেও তা কমেডির মোড়কে ছবিতে তুলে ধরা হয়েছে। নায়ক কুলদীপ রায় চৌধুরী ওরফে কুলপির চরিত্রে অভিনয় করেছেন নবাগত প্রত্যয় ঘোষ। পায়েলের চরিত্রের নাম কঙ্কনা। পায়েল-প্রত্যয় ছাড়াও এ ছবিতে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসুর মতো পোড় খাওয়া অভিনেতাকে। কুলপির বাবার ভূমিকায় রয়েছেন রজতাভ। বাবা ও ছেলের সম্পর্কের সমীকরণও এ ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক বর্শালি চট্টোপাধ্যায়।
বামন। শব্দটি শুনলেই বেশিরভাগ মানুষের মনে কিছু ধারণা তৈরি হয়। এমন মানুষেরা যেন ছোটখাটো কাজ করার জন্য জন্মান। অথবার সার্কাসের জোকার হওয়ার যোগ্য হন। তা তো নাও হতে পারে! সমাজের অন্যদের মতো তাঁদেরও বাঁচার অধিকার আছে। ভালবাসার অধিকার আছে। ‘কুলপি’র মাধ্যমে এই বার্তাই তুলে ধরতে চলেছেন পরিচালক ও প্রযোজকরা। নতুন বছরের প্রথম দিকেই বি ডি ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পাওয়ার কথা।