সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দো-পাক সীমান্তে উত্তাপ এতটুকুও কমেনি৷ সেনা-জঙ্গি গুলির লড়াইও অব্যাহত৷ তবে সেসবকে এড়িয়েই ভারতে খেলতে আসার ছাড়পত্র পেল পাক দল৷ না৷ শাহিদ আফ্রিদিরা নন৷ পাকিস্তানের প্রতিবন্ধী ক্রিকেট দলকে এ দেশে খেলতে আসার অনুমতি দিল সরকার৷
চলতি মাসের ৩১ তারিখ ভারতের মাটিতে শুরু হচ্ছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ সেখানেই অংশ নেওয়ার সবুজ সংকেত পেল পাক দল৷ টুর্নামেন্টে পাকিস্তানের পাশাপাশি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং নেপাল৷ সব ঠিকঠাক থাকলে ২৮ জানুয়ারি এ দেশে পা রাখবেন পাক দৃষ্টিহীন দলের ক্রিকেটাররা৷ ৩১ জানুয়ারি রাজধানী দিল্লিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত ও ক্যারিবিয়ান দল৷ ১২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে টুর্নামেন্টের ফাইনাল৷ দিল্লি ও বেঙ্গালুরুর পাশাপাশি মুম্বই, গুজরাট, কোচি, ভূবনেশ্বর, ফরিদাবাদ এবং অন্ধ্রপ্রদেশেও বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর৷
টি-টোয়েন্টি বিশ্বকাপে দৃষ্টিহীন দল তো ভারতে আসার ছাড়পত্র পেল৷ কিন্তু দুই দেশের মধ্যে উত্তপ্ত সম্পর্কের মধ্যে কি ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ সবুজ সংকেত পাবে? সেই বিষয়টি অবশ্য এখনও বিশ বাঁও জলেই৷
The post ভারতে খেলার ছাড়পত্র পেল পাক ক্রিকেট দল appeared first on Sangbad Pratidin.