shono
Advertisement

মুসলিম নন মাহেরশালা, অভিনন্দন জানিয়েও পিছু হটল পাকিস্তান

অভিনন্দন জানিয়েছিল পাকিস্তানও৷ কিন্তু শেষমেশ পিছু হটল৷ The post মুসলিম নন মাহেরশালা, অভিনন্দন জানিয়েও পিছু হটল পাকিস্তান appeared first on Sangbad Pratidin.
Posted: 01:37 PM Feb 28, 2017Updated: 08:07 AM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার উঠেছিল তাঁর হাতে৷ তা নিয়ে গর্বিত হয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলিমরা৷ অভিনন্দন জানিয়েছিল পাকিস্তানও৷ কিন্তু শেষমেশ পিছু হটল৷ খাঁটি মুসলিম নন মাহেরশালা, এই অভিযোগে অভিনন্দনের টুইট মুছে দিল তারা৷

Advertisement

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

এর আগে মুসলিম হিসেবে অস্কার জিতেছেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান৷ তালিকায় আছেন পাকিস্তানি পরিচালক শরমিন ওবায়েদ-চিনয় ও ইরানি পরিচালক আসগার ফারহাদি৷ তবে অভিনেতা হিসেবে এর আগে কোনও মুসলিম ব্যক্তি অস্কার হাতে তুলতে পারেননি৷ সেই শূন্যস্থান পূরণ করে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছিলেন মাহেরশালা৷ কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর মুসলিম পরিচয় নিয়েই সংশয় উঠল৷ খোদ পাকিস্তানের তরফে তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করা হয়েছিল৷ কিন্তু পরে তা ডিলিট করা দেওয়া হয়৷ কেননা, পাকিস্তানের চোখে, মাহেরশালা মুসলিমই নন৷ কেন এই ধন্দ? আসলে মাহেরশালা আহমাদিয়া সম্প্রদায়ের মুসলিম৷ গোঁড়া মুসলিমরা এঁদেরকে ইসলাম ধর্মাবলম্বী বলে গণ্যই করেন না৷ মির্জা গুলাম আহমেদের অনুগামীদের আহমাদিয়া মুসলিম বলা হয়৷ কিন্তু তাঁদের স্বীকৃতি নেই মুসলিম সমাজে৷ ১৯৯৯ সালে এই অনুগামীদের দলভুক্ত হন মাহেরশালা৷ আর তাই তাঁকেও পড়তে হল এই বিড়ম্বনায়৷ মাহেরশালার কৃতিত্বের পর রাষ্ট্রসংঘের পাক রাষ্ট্রদূত টুইট করে অভিনন্দন জানান মাহেরশালাকে৷কিন্তু ততক্ষণে ঝড় উঠেছে পাক মুলুকে৷ সেই চাপে পড়েই শেষমেশ টুইট ডিলিট করে দেন পাক প্রতিনিধি৷

একই ঘটনা ঘটেছে আসগার ফারহাদির ক্ষেত্রেও৷ তাঁকেই টুইট করে অভিনন্দন জানানো হয়েছিল রাষ্ট্রসংঘের পার্সি প্রতিনিধির তরফে৷ কিন্তু শেষমেশ তাও মুছে দেওয়া হয়৷ ট্রাম্পের সমালোচনা করেই বিপাকে পড়তে হয় তাঁকে৷

তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের

The post মুসলিম নন মাহেরশালা, অভিনন্দন জানিয়েও পিছু হটল পাকিস্তান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement