সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী ‘মহাজোট’-কে প্রবল ধাক্কা দিয়ে আস্থা ভোটে জয়ী হলেন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এর ফলে আপাতত পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমবে বলেই মত কূটনৈতিক বিশ্লেষকদের।
[আরও পড়ুন: পূর্ব লাদাখ জুড়ে সেনা প্রত্যাহার! চিনা প্রতিনিধির সঙ্গে বৈঠক ভারতীয় রাষ্ট্রদূতের]
রাজনৈতিক ডামাডোলের মধ্যে শনিবার পাকিস্তানের (Pakistan) জাতীয় সংসদে আস্থা ভোটের সম্মুখীন হন ইমরান। বিরোধী রাজনৈতিক দলগুলির আশা ছিল এবার হয়তো পতন হবে ইমরান সরকারের। তবে সেই আশায় জল ঢেলে ৩৪২ সদস্যের নিম্নকক্ষে ১৭৮টি ভোট পান ইমরান। ম্যাজিক ফিগার ১৭২ হওয়ায় এযাত্রায় সরকার টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, এদিনের ফলাফলে ১১টি দলের ‘মহাজোট’ Pakistan Democratic Movement (PDM) রীতিমতো ধাক্কা খেয়েছে। ইমরানকে গদি থেকে সরানোর তাদের চেষ্টা আপাতত ঠান্ডা ঘরে। বলে রাখা ভাল, সদনে ইমরানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর সাংসদ সংখ্যা ১৫৭। ইমরান সরকারের জোটে রয়েছে মুত্তাহিদা কউমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লিগ-কিউ ও বালোচিস্তান আওয়ামি পার্টি। এছাড়াও শাসকদলকে সমর্থন দিচ্ছে আরও দু’টি দল।
বছর তিনেক আগে ক্ষমতায় আসার পর এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় ইমরান সরকারকে। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে হারতে হয়েছে পাক অর্থমন্ত্রীকে। এরপরই নিম্নকক্ষে আস্থা ভোটের মাধ্যমে নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন ইমরান খান (Imran Khan)। হেরে গেলে গদি ছাড়তেও আপত্তি নেই বলে জানিয়েছিলেন তিনি। এর আগে নিজের দেশে দুর্নীতির কথা স্বীকার করে ইমরান বলেছিলেন, পাকিস্তানের (Pakistan) থেকে অনেক বেশি উন্নত দেশ ভারত। দুর্নীতিতে ডুবেই শেষ হয়ে গিয়েছে ইসলামাবাদের উন্নয়নের আশা।