shono
Advertisement

ভারতীয় মহিলাদের হারকে কটাক্ষ পাকিস্তানির, মোক্ষম জবাব দিলেন আকাশ চোপড়া

নেটিজেনের মুখ বন্ধ করে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। The post ভারতীয় মহিলাদের হারকে কটাক্ষ পাকিস্তানির, মোক্ষম জবাব দিলেন আকাশ চোপড়া appeared first on Sangbad Pratidin.
Posted: 11:41 AM Mar 09, 2020Updated: 11:41 AM Mar 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে নজির গড়েছিল ভারতীয় প্রমিলাবাহিনী। কিন্তু চূড়ান্ত লড়াইয়ের ফল আশানরূপ হয়নি। চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে মুখ থুবড়ে পড়েন হরমনপ্রীত কৌররা। বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয় শেফালি বর্মাদের। স্বাভাবিকভাবেই মন খারাপ দেশবাসীর। কিন্তু ভারতের এই হার দেখে দারুণ খুশি একটি দেশ। পাকিস্তান। অজিবাহিনীর কাছে হরমনপ্রীতরা পরাস্ত হতেই রীতিমতো সেলিব্রেশনের মেজাজে চলে যান সে দেশে বহু ক্রিকেটপ্রেমী। সোশ্যাল মিডিয়াতেও ভারতকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের ক্রিকেট ফ্যানদের মোক্ষম জবাব দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

Advertisement

ভারত হারলেও শেফালি-পুনম-রিচারা মন জয় করেছে দেশবাসীর। রানার্স-আপ হওয়ায় দলকে টুইট করে অভিনন্দন জানান, বিরাট কোহলি থেকে ভিভিএস লক্ষ্মণ- প্রত্যেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আলাদা করে শেফালির প্রশংসা করেন। কিন্তু ভারতের প্রতি পাকিস্তানের বিদ্বেষ আরও একবার প্রকট হয়ে উঠল। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে বিরাট কোহলিদের হারিয়ে প্রথমবার খেতাব জিতেছিল পাকিস্তান। রবিবাসরীয় মেলবোর্নে ভারতীয় মহিলা দল হারতেই সেই প্রসঙ্গ টেনে আনেন এক পাক নেটিজেন। হরমনপ্রীতদের হারকে টিম ইন্ডিয়ার সেই হারের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন ওই ব্যক্তি।

[আরও পড়ুন: স্থগিত হতে পারে আইপিএল! স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বাড়ছে জল্পনা]

তবে আকাশ চোপড়াও ছাড়ার পাত্র নন। পালটা দিয়ে ওই নেটিজেনের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। টুইটারে তিনি প্রশ্ন তোলেন, “২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর কতবার কোনও বড় টুর্নামেন্টের নক-আউট পর্বে পৌঁছতে পেরেছেন পাকিস্তান? যে কাচের ঘরে থাকে সে আলো জ্বেলে পোশাক বদল করে না বন্ধু।” এরপর অবশ্য আর কোনও জবাব দিতে পারেননি ওই ব্যক্তি।

২০১৩ সালে শেষবার ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তারপর পুরুষ ও মহিলা দল মিলিয়ে আইসিসির আটটি টুর্নামেন্টে ট্রফিহীন ভারত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তীরে এসে তরী ডুবেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মশকরা একেবারেই মনে ধরেনি আকাশ চোপড়ার। তাই বড় টুর্নামেন্টে পাক ক্রিকেটের কঙ্কালসার চেহারাটার কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ফাইনালে আচমকা ব্যাট হাতে রিচা, দলের হারে মাঠে মারা গেল সেলিব্রেশনের আয়োজন]

The post ভারতীয় মহিলাদের হারকে কটাক্ষ পাকিস্তানির, মোক্ষম জবাব দিলেন আকাশ চোপড়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement