shono
Advertisement

Breaking News

জেলে বসেই নির্বাচনী বৈঠক করতে পারবেন ইমরান, নির্দেশ ইসলামাবাদ হাই কোর্টের

জেলে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন দলের নেতা-কর্মী ও আইনজীবীরা।
Posted: 06:24 PM Dec 29, 2023Updated: 06:54 PM Dec 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর দলের নেতা-কর্মী ও আইনজীবীরা। আসন্ন নির্বাচন নিয়ে কৌশলী আলোচনাও করা যাবে। শুক্রবার এই অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। এই মুহূর্তে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দিন কাটাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।  

Advertisement

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পিটিআই সূত্রে খবর, নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের সঙ্গে বৈঠক করার অনুমতি চেয়েছিলেন ইমরান খান (Imran Khan)। এই নিয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন তিনি। এদিন বিচারপতি মিয়াঙ্গুল হাসান ঔরঙ্গজেব নির্দেশ দেন, দলীয় নেতা ও আইনজীবীদের সঙ্গে জেলে দেখা করতে পারবেন পিটিআই চেয়ারম্যান। শুনানির সময় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ান, ইমরানের আইনজীবী এবং আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ হাই কোর্টে হাজির ছিলেন।   

[আরও পড়ুন: নির্বাচন লড়তে পারবেন না ট্রাম্প! কলোরাডোর পর আমেরিকার আরেকটি প্রদেশে ধাক্কা]

বলে রাখা ভালো, তোষাখানা মামলায় গত ৫ আগস্ট গ্রেপ্তার হন ইমরান। হাজতবাসের পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়। পাঁচ বছর কোনও নির্বাচন লড়তে পারবেন না তিনি বলেও জানানো হয়। তার পর থেকে ওই পাঞ্জাব প্রদেশের অটোক জেলেই বন্দি ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। এর পর তাঁর বিরুদ্ধে সাইফার মামলাও করা হয়। গত সেপ্টেম্বর মাসে ইমরানকে অটোক জেল থেকে স্থানান্তর করা হয় আদিয়ালা জেলে। এই মুহূর্তে একের পর এক মামলার খাঁড়া ঝুলছে তাঁর মাথায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement