অরিঞ্জয় বোস: বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদে। পাক দলের মুখোমুখি কোয়ালিফায়ার ওয়ান। ১৫ অক্টোবর ভারত-পাক ম্যাচের ভেন্যু সেই আহমেদাবাদ। এদিনই আসন্ন বিশ্বকাপের ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বকাপের সূচি ঘোষিত হওয়ার পরই খবরের ভিতরের খবর, পাকিস্তানের ম্যাচকেন্দ্রগুলি দেখার জন্য পাক প্রতিনিধিদল এসে পৌঁছবে এই দেশে। আগস্টের শেষের দিকে পাক প্রতিনিধি দল আসবে ভারতে।
বিশ্বকাপে হায়দরাবাদ, চেন্নাই, কলকাতার মতো কেন্দ্রে ম্যাচ পড়েছে পাকিস্তানের। সেই সব কেন্দ্রগুলি খতিয়ে দেখার জন্যই পাক প্রতিনিধি দল আসবে ভারতে। ম্যাচ কেন্দ্রগুলির ভেন্যু খতিয়ে দেখার পরে সেই প্রতিনিধি দল একটি রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে স্থির করা হবে, বাবর আজম-শাহিন আফ্রিদিরা আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবেন কিনা।
[আরও পড়ুন: পুজোর পরেই কলকাতায় ক্রিকেট উৎসব, বিশ্বকাপে কী পেল ইডেন?]
এদিকে, বিশ্বকাপের সূচি প্রকাশিত হলেও, যত কাণ্ড পাক ক্রিকেট বোর্ডে। পিসিবি-তে তৈরি হয়েছে নতুন এক জটিলতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এখনই ঠিক করা যাবে না। সম্ভব নয় নির্বাচন। শোনা যাচ্ছে, কমিটির প্রাক্তন দুই সদস্য লাহোর আদালতে মামলা করছেন। সেই কারণেই আপাতত বোর্ড প্রধানের নির্বাচন হচ্ছে না। ১৭ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে।