shono
Advertisement

ভারতীয় নিউজ চ্যানেল নিষিদ্ধ হল পাকিস্তানে

পাক শিল্পীদের বয়কট করার পাল্টা মার? The post ভারতীয় নিউজ চ্যানেল নিষিদ্ধ হল পাকিস্তানে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:02 PM Oct 23, 2016Updated: 06:53 PM Jan 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় গোটা বলিউড পাক শিল্পীদের বয়কট করার পর থেকেই সীমান্তের ওপারে উত্তেজনা বাড়ছিল৷ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর ঘরে-বাইরে চাপ বাড়ছিল, ভারতকেও পাল্টা বার্তা দিতে কড়া পদক্ষেপ করতে হবে৷ এই পরিস্থিতিতে গত শুক্রবার থেকে সমস্ত ভারতীয় সংবাদ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ বলে ঘোষণা করল ‘পেমরা’ বা ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’৷ গত সেপ্টেম্বরে কাশ্মীর উত্তেজনা বৃদ্ধির পর থেকেই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের পারদ চড়ছিল৷

Advertisement

ভারতীয় কোনও সিনেমায় পাক শিল্পীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে সম্প্রতি ঘোষণা করে ইন্ডিয়ান মোশান পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন বা ‘ইম্পপা’৷ তার দু’সপ্তাহের মধ্যেই পাক সংবাদমাধ্যম নিয়ামক সংস্থা ভারতীয় চ্যানেলের সম্প্রচার স্তব্ধ করার সিদ্ধান্ত নিল৷ যদিও পাকিস্তান এই পদক্ষেপকে সম্পূর্ণ বাণিজ্যিক বলে আখ্যা দিচ্ছে৷ পেমরা-র চেয়ারম্যান আবসার আলম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাকিস্তানে ভারতীয় চ্যানেল সম্প্রচারিত হয়ে আসছে৷ কিন্তু ভারতে পাক চ্যানেল দেখানো হয় না৷ এতে আখেরে ক্ষতি হয় পাকিস্তানি শিল্পীদের৷ বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলম মন্তব্য করেছেন, “নিম্ন মানের অনুষ্ঠান বানিয়ে ভারত পাকিস্তানের টিভি ইন্ডাস্ট্রির ক্ষতি করছে৷ ওরা এত বড় দেশ, ওদের মন আরও বড় হওয়া উচিত৷”

সূত্রের খবর, শুধু ভারতীয় চ্যানেল নয়, পাকিস্তানে ভারতের খবরের বিভিন্ন ওয়েবসাইটও নিষিদ্ধ করা হয়েছে৷ স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেওয়া হয়েছে, ভারতীয় খবরের ওয়েবসাইটগুলির ইউআরএল ‘ব্লক’ করে দেওয়ার৷ তবে পাকিস্তানের এই পদক্ষেপ এমন কিছুই বৈপ্লবিক নয়! সে দেশে আকছার কারণে-অকারণে নানা ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়৷ ইউটিউব, আমাজন-এর মতো ওয়েবসাইটকেও প্রায়ই পাক সরকার নিয়ন্ত্রণ করে মর্জি-মাফিক৷ সম্প্রতি সে দেশে এক প্রথম সারির সংবাদপত্র পাক সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আনে৷ পাক সরকার সেই প্রতিবেদককে নজরবন্দী করার নির্দেশ দেয়৷ সংবাদপত্রের বাক-স্বাধীনতা খর্ব করার অভিযোগে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান৷ ভারতীয় সংবাদমাধ্যমও সে সময় বাক-স্বাধীনতার পক্ষে দাঁড়ায়৷ এতেই প্রবল চটে পাক গোয়েন্দা সংস্থা ও সরকারি শীর্ষ আমলারা৷ ভারতকে পাল্টা চাপে রাখতেই এবার সমস্ত ভারতীয় সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করল পাকিস্তান, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ৷

The post ভারতীয় নিউজ চ্যানেল নিষিদ্ধ হল পাকিস্তানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement