shono
Advertisement

Breaking News

ভারতে হকি বিশ্বকাপ খেলতে আসার ছাড়পত্র পেল পাক জুনিয়র দল

শনিবার সরকারের কাছ থেকে জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ করার অনুমতি পেল৷ The post ভারতে হকি বিশ্বকাপ খেলতে আসার ছাড়পত্র পেল পাক জুনিয়র দল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 PM Nov 19, 2016Updated: 04:04 PM Nov 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে লাগাতার পাক সন্ত্রাস হানায় ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে৷ বিশেষ করে উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের জেরে পরস্পরের মধ্যে ক্ষোভ এখন প্রকাশ্যে এসে পড়েছে৷ তা সত্ত্বেও জুনিয়র হকি দলকে ভারতে খেলতে আসার অনুমতি দিল পাক প্রশাসন৷

Advertisement

২৬/১১ মুম্বই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল৷ আইপিএল-ও পাক ক্রিকেটারদের অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷ এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী৷ তবে সম্প্রতি আরও কড়া হয়েছে বিসিসিআই৷ আইসিসি-র কোনও ইভেন্টেই পাকিস্তানের সঙ্গে তারা খেলতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ চলতি বছর ভারতে কবাডি বিশ্বকাপেও খেলার অনুমতি পাননি পাক খেলোয়াড়রা৷ এমন পরিস্থিতিতে হকি দলকে ভারতে আসার অনুমতি দিল পাক সরকার৷

শনিবার সরকারের কাছ থেকে জুনিয়র হকি বিশ্বকাপে অংশগ্রহণ করার অনুমতি পেল৷ এদিন পাক হকি ফেডারেশন জানিয়েছে, তারা লখনউয়ে আসন্ন জুনিয়র বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে৷ লখনউতে ৮-১৮ ডিসেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে৷ পাক হকি ফেডারেশনের আশা, জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দল ভালই পারফরম্যান্স করবে৷

দীর্ঘদিন ধরেই জুনিয়র বিশ্বকাপে পাক হকি দলের অংশগ্রহণ নিয়ে টালবাহানা চলছিল৷ বিশ্বস্তসূত্রে খবর, পাক মন্ত্রক এনওসি দেওয়ায় খুশি হকি খেলোয়াড়রাও৷ তবে পাক জুনিয়র হকি দলকে ছাড়পত্র না দেওয়ার কোনও কারণ ছিল না৷ কারণ, বেশ কিছুদিন ধরেই লখনউতে শিবির করে প্র্যাকটিস করছিল পাক জুনিয়র দল৷ ফলে বিশ্বকাপের আগেই যখন তাদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে, সেখানে বিশ্বকাপে অংশ নিতে বাধা দেওয়ার কোনও কারণ নেই বলেই মনে করেছিলেন প্রাক্তন পাক হকি তারকারা৷ ভারতে আসার অনুমতির পাশাপাশি পাক সরকার কুড়ি মিলিয়ন টাকা পাক হকির উন্নতির জন্য বরাদ্দ করেছে বলেও জানা গিয়েছে৷

The post ভারতে হকি বিশ্বকাপ খেলতে আসার ছাড়পত্র পেল পাক জুনিয়র দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement