সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে ২০২৩ বিশ্বকাপ (World Cup 2023)। সেই মেগা টুর্নামেন্টে বাংলাদেশের মাটিতে গিয়ে খেলতে পারে পাকিস্তান (Pakistan)। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের খবর সেরকমই। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ এবার হবে ভারতের মাটিতে। কিন্তু ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেই কারণেই ভারতের মাটিতে এসে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান। বাবর আজমরা বাংলাদেশে গিয়ে খেলবেন। প্রতিবেদন অনুযায়ী, এই নিয়ে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে।
বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে এবার হচ্ছে টুর্নামেন্ট। কিন্তু ভারত যাবে না পাক মুলুকে। নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলি অন্য কোনও দেশে সরিয়ে দেওয়া হবে, এমনটাই খবর। বিশ্বকাপেও এশিয়া কাপ মডেল অবলম্বন করা হতে পারে।
[আরও পড়ুন: ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’, ওয়ানডে দলে ফেরার জন্য আইপিএলকে পাখির চোখ করছেন ভারতের তারকা বোলার]
উল্লেখ্য, শেষ বার ২০১৬ সালে ভারতের মাটিতে খেলতে এসেছিল পাকিস্তান। সেবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত।
ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রয়োজনে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দেশকে দেওয়া হোক, এমন দাবিই করেছিলেন তিনি। যা নিয়ে তীব্র চর্চা হয়।
তবে এশিয়া কাপে ভারতের খেলাগুলি কোথায় হবে? আপাতত চার-পাঁচটি দেশের নাম নিয়ে আলোচনা চলছে। দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। এছাড়াও আলোচনায় রয়েছে ওমান ও শ্রীলঙ্কা।