সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের খারাপ সময় আর যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। সেই ম্যাচেই পাক বোলার হ্যারিস রউফের (Haris Rauf) বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ এনেছেন রাস্টি থেরন (Rusty Theron)। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার তিনি।
আমেরিকার সিনিয়র ন্যাশনাল ক্রিকেট টিমের সদস্য তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ট্যাগ করে থেরন অভিযোগ এনেছেন পাকিস্তানের পেসারের বিরুদ্ধে। সোশাল সাইটে থেরন লিখেছেন, ''নতুন বল নিয়ে পাকিস্তানের এই ভণ্ডামিকে তোমরা কি সমর্থন করবে? ২ ওভার আগে যে বল পরিবর্তন করা হয়েছে, সেই বল রিভার্স সুইং করতে শুরু করেছে? হ্যারিস রউফ বুড়ো আঙুল দিয়ে বলের উপর আঁচড় কেটেছে, এই দৃশ্য সবাই দেখেছে।''
[আরও পড়ুন: নষ্টই হবে আট লাখি টিকিট! বৃষ্টিতে ভেস্তে যেতে পারে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ]
তবে আমেরিকার কেউই এই ঘটনার জন্য সরাসরি অভিযোগ জানায়নি। তবে রউফের অভিযোগটা কিন্তু খুবই গুরুতর।
ম্যাচ হারের পরে পাক অধিনায়ক বাবর আজম দুষেছেন তাঁর বোলারদের। বলেছেন, ''আমরা আরও ভালো বোলিং করতেই পারতাম। প্রথম ছওভারে আমরা উইকেট তুলতে পারিনি। মাঝের ওভারগুলোতে স্পিনাররা উইকেট নিতে না পারলে তো চাপ এসে পড়ে দলের উপরেই। ১০ ওভারের পরে আমরা ফিরে এসেছিলাম ঠিকই তবে সুপার ওভারে যেভাবে ওরা ম্যাচ শেষ করেছে, তাতে আমেরিকাকেই কৃতিত্ব দেওয়া উচিত।''