shono
Advertisement

উত্তর কোরিয়াকে পরমাণু বোমা দিচ্ছে পাকিস্তান, বিস্ফোরক সুষমা

স্পষ্ট তথ্য রয়েছে সিআইএ-র কাছেও... The post উত্তর কোরিয়াকে পরমাণু বোমা দিচ্ছে পাকিস্তান, বিস্ফোরক সুষমা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:37 PM Sep 19, 2017Updated: 08:07 AM Sep 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর কোরিয়াকে পরমাণু বোমা দিয়ে বিশ্বের ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। এই ভাষাতেই পাকিস্তানকে আক্রমণ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আমেরিকা ও জাপানের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সুষমা স্পষ্ট করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ংয়ের হাতে কোথা থেকে পরমাণু ও হাইড্রোজেন বোমা আসছে, সেটা তদন্ত করে দেখা হোক।

Advertisement

দীর্ঘদিন ধরেই ভারতের অভিযোগ, উত্তর কোরিয়াকে পরমাণু বোমার প্রযুক্তি ও কাঁচামাল সরবরাহের পিছনে রয়েছে পাকিস্তান। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, বিদেশমন্ত্রক কড়া ভাষায় উত্তর কোরিয়ার সামরিক অগ্রাসনের নিন্দা করে। কোথা থেকে সে দেশের হাতে পারমাণবিক অস্ত্র এল তা তদন্ত করে দেখা হোক ও দোষীদের উপযুক্ত সাজা দেওয়ার দাবি জানিয়েছে নয়াদিল্লি। মার্কিন গোয়েন্দাদের কাছেও এই বিষয়ে সুস্পষ্ট তথ্য রয়েছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA সূত্রে খবর, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের জনক আবদুল কাদির খান স্বীকার করে নেন, ২০০৪ সালে উত্তর কোরিয়া, ইরান ও লিবিয়াকে পারমাণবিক বোমার ফরমুলা বিক্রি করেছিল পাক সেনা।

[উত্তর কোরিয়াকে কড়া বার্তা দিতে যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ আমেরিকার]

চলতি মাসের গোড়ায়, পাক পরমাণু বিজ্ঞানী পারভেজ হুদভয় একটি জার্মান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘কাদির খান একা নন, এই অসাধু চক্রে জড়িয়ে রয়েছে পাক সেনা ও সরকারের শীর্ষকর্তারাও।’ তাঁর মতে, খান একা কখনই পরমাণু বোমার মতো জটিল ফরমুলা কাউকে না জানিয়ে অন্যদের বিক্রি করতে পারেন না। দেশের ভিতর থেকে কারও সাহায্য ছাড়াও পরমাণু বোমা তৈরির ফরমুলা উত্তর কোরিয়ায় পাড়ি দিতে পারে না। পারভেজ বলেন, ‘পাকিস্তানের পরমাণু প্রকল্পটি অত্যন্ত কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। চারপাশে সর্বক্ষণ অতন্দ্র প্রহরীরা রয়েছে। সবচেয়ে বড় কথা প্রায় আধা টনের সেন্ট্রিফিউজকে তো আর কোনও দেশলাই বাক্সে ভরে দেশের বাইরে পাচার করে দেওয়া যায় না। এর জন্য উঁচু মহলে যোগাযোগের সরকার।’

গত সপ্তাহে জাপ প্রধানমন্ত্রী শিনজো আবেও ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ বিবৃতিতে সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানকে তুলোধোনা করেন। ওই যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির তীব্র নিন্দা করা হয়। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলনের ফাঁকে এদিনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিদেশমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে একান্ত আলোচনা সারেন সুষমা। ইভাঙ্কাকে ভারতে আসার আমন্ত্রণও জানান। পরে টুইট করে ট্রাম্প-কন্যা লেখেন, ‘বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতের এনার্জেটিক বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আমি আপ্লুত।’

[বারবার কেন রহস্যজনকভাবে মৃত্যু হয় ভারতের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীদের?]

এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এদিন দেখা হয় সুষমার।

 

পাশাপাশি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও এদিন খানিকক্ষণ কথা বলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী।

The post উত্তর কোরিয়াকে পরমাণু বোমা দিচ্ছে পাকিস্তান, বিস্ফোরক সুষমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement