shono
Advertisement

ব্যাট হাতে বাজিমাত বাবরের, কোহলিকে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়লেন পাক অধিনায়ক

কী রেকর্ড গড়লেন বাবর আজম? The post ব্যাট হাতে বাজিমাত বাবরের, কোহলিকে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়লেন পাক অধিনায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:02 PM Aug 31, 2020Updated: 02:02 PM Aug 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের সিরিজে রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পরাস্ত হয় পাকিস্তান। সিরিজে ১-০ এগিয়ে যায় হোম ফেভারিটরা। স্বাভাবিকভাবে টেস্টের পর টি-টোয়েন্টিতেও মুখ থুবড়ে পড়ায় পাক শিবিরে হতাশা। তবে রবিবার বাইশ গজে ব্যাট হাতে নজর কাড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুরন্ত ব্যাটিং করে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে!

Advertisement

[আরও পড়ুন: ‘এত টাকা হাতছাড়া করবে না রায়না, নিজের ভুল বুঝে ফিরবে আইপিলে’, আশাবাদী শ্রীনিবাসন]

এমনিতেই প্রাক্তন পাক তারকারা বাবরকে কোহলির সঙ্গে তুলনা করে থাকেন। এবার সেই ডানহাতি ব্যাটসম্যানই ইংল্যান্ডের মাটিতে নয়া রেকর্ড গড়ে স্পর্শ করলেন ভারত অধিনায়কের মাইলস্টোন। একইসঙ্গে নাম লেখালেন অজি তারকা অ্যারন ফিঞ্চের পাশে। তা কী রেকর্ড গড়লেন বাবর আজম? কোহলি ও ফিঞ্চের মতোই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন মাঠে নামার আগে মাইলস্টোন থেকে ২৯ রান দূরে ছিলেন আজম। নিজের ৩৯তম ইনিংসে এই নজির গড়লেন তিনি।

তবে এখানেই শেষ নয়, একটি ক্ষেত্রে কোহলিকে টপকেও গেলেন তিনি। কুড়ি-বিশের খেলায় সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে ৫০০ রানে) এখন আজমেরই। বর্তমানে টি-টোয়েন্টিতে তাঁর গড় ৫০.৯০। এর আগে ৫০.৮০ গড় নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন কোহলি। সেই সঙ্গে এও বলে রাখা দরকার, যে কোহলি বাবরের থেকে দ্বিগুণেরও বেশি ম্যাচ খেলেছেন। তাই নিঃসন্দেহে পাক অধিনায়কের পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে।

[আরও পড়ুন: বিরাট অঙ্কের ট্রান্সফার ফি ছাড়া পাওয়া যাবে না মেসিকে, নিশ্চিত করে দিল লা লিগা]

দেশের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক কোহলি। ৮২টি ম্যাচে তাঁর ঝুলিতে ২৭৯৪ রান। তাঁর পরই রয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। ১০৮টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২৭৭৩ রান। এরপর তালিকায় রয়েছে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্তিল, পাক তারকা শোয়েব মালিক এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের নাম।

The post ব্যাট হাতে বাজিমাত বাবরের, কোহলিকে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়লেন পাক অধিনায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement