সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার (Australia) কাছে বিশাল ব্যবধানে হার মেনেছে পাকিস্তান (Pakistan)। ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে ফের নামবে দুই দল। মেলবোর্নে হতে চলা এই টেস্ট শান মাসুদ ও তাঁর ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বক্সিং ডে-তে হতে চলা দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান পৌঁছে গিয়েছে মেলবোর্নে। সেখানে কঠিন অনুশীলনও শুরু করে দিয়েছে। টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে আনাই লক্ষ্য পাকিস্তানের।
[আরও পড়ুন: সাক্ষীর পর এবার প্রতিবাদী বজরং, ব্রিজভূষণ ঘনিষ্ঠ নির্বাচন জিততেই ফেরালেন পদ্মশ্রী]
এদিকে মেলবোর্নে এক মহিলা পাক ভক্তের হৃদয় ভাঙেন বাবর আজম। অনুশীলনের পরে পাক তারকা বাবর আজম সই বিতরণ করছিলেন। সেই সময়ে এক মহিলা ভক্ত বাবর আজমের কাছ থেকে টুপি চেয়ে বসেন। বাবরের কাছে আবদার করে পাক মহিলা ভক্ত বলেন, ”আমারও একটা টুপি চাই।” উত্তরে বাবর আজম বলেন, ”দুঃখিত আমার কাছে এই একটাই টুপি রয়েছে।”
এদিকে বিশ্বকাপের পরে পাকিস্তান ক্রিকেটের একটুও পরিবর্তন হয়নি। যে তিমিরে ছিল পাক ক্রিকেট, সেই তিমিরেই রয়েছে। বিশ্বকাপের পরে সেদেশের ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তন আনা হয়। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করেন বাবর আজমরা। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য পাকিস্তানের। ফুটতে থাকা অজিদের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স তুলে ধরে পাকিস্তান, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: কেশব মজারাজ মাঠে নামতেই, গ্যালারিতে বেজে উঠল ‘রাম সিয়া রাম’! কী বললেন কেএল রাহুল?]