shono
Advertisement

Breaking News

কারগিলের কায়দায় হামলার ছক, গুজরাট উপকূলে ওঁৎ পেতে পাক কমান্ডো বাহিনী

ভারতকে রক্তাক্ত করতে মরিয়া পাকিস্তান৷ The post কারগিলের কায়দায় হামলার ছক, গুজরাট উপকূলে ওঁৎ পেতে পাক কমান্ডো বাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM Aug 29, 2019Updated: 02:20 PM Aug 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে রক্তাক্ত করতে মরিয়া পাকিস্তান৷ এবার গুজরাট উপকূল ও স্থলসীমার ফাঁকফোকর দিয়ে কমান্ডো বাহিনী অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে পাক সেনা৷ তবে গোড়াতেই এই চক্রান্তের কথা জেনে গিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি৷ এই মর্মে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) ও বিএসএফকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: বদলা নিল ভারতীয় সেনা, নিকেশ অভিনন্দনের উপর অত্যাচার চালানো পাক কমান্ডো]

গোয়েন্দা সূত্রে খবর, কচ্ছ উপকূল ও স্যার ক্রিক (গুজরাটে ভারত-পাক সীমান্ত) দিয়ে অনুপ্রবেশ চালানোর ছক কষেছে পাক সেনা৷ নাশকতা চালাতে বিশেষভাবে প্রশিক্ষিত এসএসজি কমান্ডো ও জঙ্গিদের একাধিক দল প্রস্তুত হচ্ছে৷ কচ্ছ উপকূলে মুম্বই হামলার ধাঁচে ছোট নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে পাক জেহাদিরা৷ প্রায় জনবসতি শূন্য কচ্ছের রণ বছরের অর্ধেক সময় জলের তলায় থাকে৷ ফলে ঐ অঞ্চলে চুপিসারে ঢুকে পড়া সম্ভব৷ সেই মতোই পরিকল্পনা করেছে পাক সেনা৷ ইতিমধ্যে এই বিষয় গুজরাট পুলিশ, বিএসএফ, উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনাকে সতর্ক করা হয়েছে৷ সন্দেহজনক নৌকা ও যানবাহনের চলাচলের উপর কড়া নজর রাখা হচ্ছে৷ আদানি গ্রুপ পরিচালিত মুন্দরা বন্দরকেও নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বলা হয়ছে৷

এদিকে, স্যার ক্রিকের ওপারে ইকবাল বাজওয়া পোস্টেও এসএসজি কমান্ডো ও জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছে৷ সব মিলিয়ে, কারগিলের ধাঁচে ফের ভারতীয় ভূখণ্ডে থাবা বসাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান৷ ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করার পর থেকেই কাশ্মীর নিয়ে সুর চড়িয়েছে পাকিস্তান৷

এদিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ফের যুদ্ধের হুমকি দিয়েছে দেশটি৷ টুইটারে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের কথা ঘোষণা করেছে পাক সেনা। তবে আন্তর্জাতিক মঞ্চে এক চিন ছাড়া ইসলমাবাদের পাশে দাঁড়ায়নি কোনও দেশ৷ এমনকী ইমরান খানের সমর্থনে আসেনি মুসলিম দুনিয়ায়৷ সব মিলিয়ে এই মুহূর্তে নিষ্ফল অক্রোশে ফুঁসছে পাকিস্তান৷

[আরও পড়ুন: শহরে জঙ্গি হামলা রুখতে এবার কলকাতা পুলিশের কমান্ডোদের হাতেও ‘স্টান গ্রেনেড’]

The post কারগিলের কায়দায় হামলার ছক, গুজরাট উপকূলে ওঁৎ পেতে পাক কমান্ডো বাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার