shono
Advertisement

প্রত্যাঘাতেও শিক্ষা নেই, নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

১২-১৫টি জায়গায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার হামলা চালায় পাকিস্তান৷ The post প্রত্যাঘাতেও শিক্ষা নেই, নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 AM Feb 27, 2019Updated: 01:54 PM Feb 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর আরও বেপরোয়া পাকিস্তান৷ মঙ্গলবার গভীর রাত থেকে কামালকোট, উরি, রাজৌরি-সহ ১২-১৫টি জায়গায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মিসাইল, মর্টার হামলা করে পাক সেনারা৷ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখায় পাক সেনার হামলার পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা৷ উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঁচটি সেনা ছাউনি৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জন ভারতীয় সেনা জখম হয়েছেন৷ প্রত্যেকেই সেনা হাসপাতালে চিকিৎসাধীন৷ আপাতত সুস্থই রয়েছেন তাঁরা৷

Advertisement

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ২০০০ জন জওয়ানের একটি সেনা কনভয় যাচ্ছিল৷ প্রচুর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ওই কনভয়ে ঢুকে পড়ে৷ সেনার গাড়িতে ধাক্কা লাগার পর প্রচণ্ড বিস্ফোরণ হয়৷ শহিদ হন অনেকে৷ হামলার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ স্বাধীনতার পর কাশ্মীরে প্রথম এত বড় জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ৷ মঙ্গলবার প্রত্যাঘাত করে ভারত৷ পাকিস্তানের গভীরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। বালাকোট, চাকোটি এবং মুজাফ্ফরাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার যৌথ জঙ্গি প্রশিক্ষণ শিবির। প্রতিটি এলাকাতেই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে বায়ুসেনার যুদ্ধবিমান। প্রত্যাঘাতের কয়েক ঘণ্টা পর থেকেই আরও বেপরোয়া হয়ে ওঠে পাকিস্তান৷ মঙ্গলবার গভীর রাত থেকে দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনারা৷ কামালকোট, উরি, রাজৌরি-সহ ১২-১৫টি জায়গায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মিসাইল, মর্টার হামলা চালানো হয়৷ নিয়ন্ত্রণরেখায় হামলার পালটা কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঁচটি সেনা ছাউনি৷ পাক সেনার হামলায় জখম পাঁচ ভারতীয় জওয়ানের চিকিৎসা চলছে৷

[সন্ত্রাস দমনে সরকারের পাশে বিরোধীরা, সর্বদল বৈঠক শেষে জানালেন বিদেশমন্ত্রী]

এদিকে, জম্মু-কাশ্মীরের সোপিয়ানে বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা৷ সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় যৌথ নিরাপত্তা বাহিনী৷ সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সোপিয়ানে লুকিয়ে থাকা জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ এখনও পর্যন্ত ২ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে৷ খতম ওই দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ সদস্য৷ তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ কমপক্ষে দু’জন এখনও ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনা সূত্রে খবর৷ সোপিয়ানে জারি রয়েছে চিরুনি তল্লাশি৷ নিরাপত্তার স্বার্থে ব্যাহত এলাকার ইন্টারনেট পরিষেবা৷

The post প্রত্যাঘাতেও শিক্ষা নেই, নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement