সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা তো একেবারে বাড়ির পরিচারিকার মতো দেখতে! আর আমিশার মুখশ্রী কেন, বুকের দিকে দেখতে হয়! হ্য়াঁ, বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া ও আমিশা প্য়াটেলের নামে এমনই আপত্তিজনক মন্তব্য় করে বসলেন পাকিস্তানের অভিনেতা মোয়াম্মর রানা এবং সঞ্চালক নাদির আলি। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নাদির, মোয়াম্মারকে জিজ্ঞাসা করেন, বলিউডের কোন অভিনেত্রীকে পছন্দ? মোয়াম্মারের ঝটপট উত্তর। আমার এক সময় প্রিয়াঙ্কা চোপড়াকে খুব পছন্দ ছিল। কিন্তু এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে সামনা সামনি দেখে চিনতে পারিনি। মনে হয়েছিল, কোনও বাড়ির পরিচারিকা! তারপর থেকে প্রিয়াঙ্কার প্রতি সমস্ত প্রেম উবে গিয়েছে।
[আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী আলিয়া-কৃতী স্যানন, তালিকায় ‘পুষ্পা’রাজ আল্লু অর্জুনের]
শুধু প্রিয়াঙ্কা চোপড়া নয়, আমিশা প্যাটেলের সম্পর্কেও কটূক্তি করেন মোয়াম্মার। তাঁর কথায়, আমিশার মুখের থেকে স্তন অনেক ভাল! ইতিমধ্য়েই অভিনেতার এই উক্তি নিয়ে তোলপাড় দুই দেশে। অনেকেই এই অনুষ্ঠানকে কুৎসিত বলে বর্ণনা করেছেন।