shono
Advertisement

নিজেদেরই বদনাম করছে পাকিস্তান, কটাক্ষ মালালার

আমরা আমাদের ধর্মের ভুল ব্যাখ্যা করছি, মন্তব্য তাঁর। The post নিজেদেরই বদনাম করছে পাকিস্তান, কটাক্ষ মালালার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Apr 16, 2017Updated: 04:33 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রূ দেশ নয়, পাকিস্তানের ভাবমূর্তি খারাপ করছেন সে দেশের নাগরিকরাই–মন্তব্য করলেন মালালা ইউসুফজাই৷ বৃহস্পতিবার পাকিস্তানে সাংবাদিকতার ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মালালা৷ একটি ভিডিও বার্তা রেকর্ড করে জানিয়েছেন, নিজেই নিজের শত্রূ হয়ে উঠছে পাকিস্তান৷ বিশ্বের সামনে দেশটির যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং যেভাবে তা ক্রমশঃ অবনতির পথে এগিয়ে চলেছে, তার জন্য দায়ী তারা নিজেই৷

Advertisement

১৯ বছরের এই নোবেলজয়ী তরুণী সম্প্রতি রাষ্ট্রসংঘের কনিষ্ঠতম শান্তির দূত হিসাবে মনোনীত হয়েছেন৷ সাংবাদিকতার ছাত্র মাশাল খানের মৃত্যু প্রসঙ্গে নিজের ভিডিও বার্তায় ঘটনাটিকে তীব্র ধিক্কার জানিয়েছেন মালালা৷ পাকিস্তানের নাগরিকদের উদ্দেশে বলেছেন, “আমরা (পাকিস্তানিরা) ইসলামোফোবিয়ার কথা বলি৷ কথায় কথায় অভিযোগ করি, অন্য জাতির মানুষ আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করছে, পাকিস্তানের বদনাম করছে৷ কিন্তু, আসল কথা হল, আমাদের কাজই আমাদের পরিচয় দিচ্ছে৷”

মালালার মতে, এভাবে চললে, অন্য কোনও দেশ বা ধর্মের শত্রূতার প্রয়োজন নেই৷ পাকিস্তান নিজেই নিজের কাজের মাধ্যমে তাদের ধর্ম ও দেশের নাম খারাপ করবে৷ বৃহস্পতিবারই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মার্ডান শহরে ২৩ বছরের সাংবাদিকতার ছাত্র মাশাল খানকে হত্যা করা হয়৷ মাশালকে তাঁর বিশ্ববিদ্যালয়ের হস্টেল রুম থেকে টেনে বের করে নৃশংসভাবে পিটিয়ে মারে উত্তেজিত জনতা৷ সাংবাদিকতার ওই ছাত্রের বিরু‌দ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছিল৷ মালালা সেই ঘটনারই তীব্র প্রতিক্রিয়া জানান৷ ভিডিও বার্তায় বলেন, “আমরা আমাদের ধর্মের ভুল ব্যাখ্যা করছি৷ আমরা ভুলে যাচ্ছি, ইসলাম হিংসা শেখায় না৷ ইসলাম শান্তি ও ভালবাসা শেখায়৷” পাকিস্তানের সমস্ত নাগরিকের প্রতি আবেদনে মালালা তাঁর ভিডিও বার্তায় বলেন, তাঁরা যেন ভাল করে ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন৷ কোনও অন্ধ ধারণার বশবর্তী হয়ে তাঁরা যেন ইসলামের অপমান না করেন৷

নিহত মাশাল খানের বাবার সঙ্গেও কথা বলেন মালালা৷ কঠিন সময়ে তাঁকে ও তাঁর পরিবারকে সংযম বজায় রাখতে বলেছেন রাষ্ট্রসংঘের এই শান্তির দূত৷ মাশালের বাবার কাছে তাঁর আবেদন, এই দুঃসময়ে হিংসা যেন তাঁকে গ্রাস করতে না পারে৷ পাকিস্তানের আইনি ব্যবস্থা ও প্রশাসনের কাছে মালালা নিহত মাশালের জন্য ন্যায় বিচারও দাবি করেন৷

The post নিজেদেরই বদনাম করছে পাকিস্তান, কটাক্ষ মালালার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement