সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাওয়াদ খান অভিনীত পাকিস্তানি ছবি ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’ এদেশে মুক্তি পাওয়ার কথা ২ অক্টোবর। কিন্তু তার আগেই প্রতিবেশী দেশের ছবি এদেশে মুক্তি পাওয়ার বিরোধিতায় সরব মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তথা এমএনএস। তাদের হুঁশিয়ারি, এই ছবি কিছুতেই দেখানো যাবে না ভারতের প্রেক্ষাগৃহে। রাজ ঠাকরের দলের সিনেমা উইংয়ের সভাপতি আমিয়া খোপকারের দাবি, ''কোনও পাকিস্তানি অভিনেতা বা ছবিকে ভারতে পাত্তা পেতে দেব না। এই ছবির মুক্তি পাওয়া চলবে না।''
তাঁকে বলতে শোনা গিয়েছে,''যদি এটা হয় (ছবিটির মুক্তি পাওয়া) তাহলে কড়া প্রতিবাদ হবে। আমি অন্য রাজ্য থেকেও মানুষ ও দলকে আমন্ত্রণ জানাব তাঁদের রাজ্যেও এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমাদের সেনা জওয়ানরা সীমান্তে মারা যাচ্ছেন। শহর আক্রান্ত হচ্ছে। এখানে কী প্রয়োজন পাকিস্তানি অভিনেতাদের? আমাদের প্রতিভা কি কিছু কম নাকি?'' এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন, ''ভারতে কোনও পাকিস্তানি অভিনেতা এলে তাঁদের মারধর করব আমরা। রাজনীতি ও শিল্প আলাদা ঠিকই। কিন্তু আমাদের সেনার জীবনের মূল্যের বিনিময়ে শিল্প চাই না। আমরা ওদের আসতে দেব না। গত সপ্তাহেও হামলা হয়েছে। আর আমরা পাকিস্তানি অভিনেতাদের ছবি দেখব? এরকমটা কেউ ভাবতেও পারে কী করে? আমাদের জমিতে পা রাখতে দেব না। ভেঙে দেব।''
প্রসঙ্গত, কয়েক বছর আগেই পাকিস্তানের শিল্পীদের এদেশে নিষিদ্ধ করেছে ভারত। ২০১৬ সালের উরি হামলার পর থেকেই এমন সিদ্ধান্ত। কেটে গিয়েছে আট বছরেরও বেশি সময়। এবার ফাওয়াদ খানের ছবি এদেশে মুক্তি পাওয়ার পরিস্থিতি তৈরি হতেই ফের শুরু হল বিরোধ। ২০২২ সালে ছবিটি পাকিস্তানে মুক্তি পেয়েছিল। সেই সময়ই জানা গিয়েছিল, মুম্বইয়ের এক সংস্থা ছবিটিকে এদেশে মুক্তি দেওয়ার কথা ভাবছে। তখনও এর প্রতিবাদে গর্জে উঠেছিল এমএনএস। এবার ফের তারা প্রতিবাদে মুখর হল। তৈরি হল ছবি মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা।