shono
Advertisement

‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের?

কুলভূষণের রায়ে খুশি জাহির করাতেই তেলে-বেগুনে জ্বলে ওঠে পাক নাগরিক৷ The post ‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM May 19, 2017Updated: 07:58 AM May 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক আদালতে মুখ পুড়েছে৷ তাই এখন প্রায় তেলে-বেগুনে জ্বলার মতো অবস্থা পাকিস্তানের৷ প্রমাণ মিলল টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে কুলভূষণের রায়ে খুশি জাহির করায় পাক বাসিন্দার রোষানলে পড়তে হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফকে৷ বাইশ গজের মতোই টুইটারেও যোগ্য জবাব দিয়েছে প্রাক্তন ক্রিকেটার৷

Advertisement

[প্রবল ধাক্কা চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পে, বিরোধিতায় সরব বহু দেশ]

বৃহস্পতিবার যেন আক্ষরিক অর্থেই লক্ষ্মীবার হয়ে উঠেছিল ভারতের ক্ষেত্রে৷ যখন বেলা সাড়ে তিনটের সময় কুলভূষণ যাদব মামলায় রায় ঘোষণা করে আন্তর্জাতিক ন্যায় আদালত তথা আইসিজে৷ পাকিস্তানকে রীতিমতো তুলোধনা করে আদালত নির্দেশ দেয়, আগস্ট মাসে চূড়ান্ত রায়ের আগে প্রাক্তন নৌসেনার ফাঁসির সাজা কার্যকর করা যাবে না৷ আন্তর্জাতিক আদালতের এই রায়কে স্বাগত জানিয়েই টুইট করেছিলেন কাইফ৷ লিখেছিলেন, এটা আসলে ন্যায়ের জয়৷

 

কাইফের এই টুইটেই যেন তেলে-বেগুনে জ্বলে ওঠে আমির আক্রম নামে এক পাক নাগরিক৷ প্রাক্তন ক্রিকেটারকে তাঁর নাম থেকে মহম্মদ শব্দ সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়৷ চওড়া ব্যাটেই পাক বাসিন্দার এই ভাষার উত্তর দেন কাইফ৷ তিনি লেখেন, আচ্ছা! ভারতের জয়কে সমর্থন করলে আমায় নাম পাল্টাতে হবে! আমি আমার নাম নিয়ে গর্বিত৷ এরপর ওই পাক নাগরিকের নাম নিয়েও সমালোচনা করে কাইফ বলেন, ‘আমির’ শব্দের অর্থ তো জীবনিশক্তিতে পরিপূর্ণ৷ তাঁর দাবি, ওই ব্যক্তিরই বরং নাম বদলানো দরকার৷

[নির্দেশ না মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যাবে ভারত]

কম যাননি বীরেন্দ্র শেহবাগও৷ কুলভূষণ রায়ের প্রতিক্রিয়ায় যখন ফারহান জাহুর নামে পাক বাসিন্দার বাউন্সার তাঁর সামনে আসে৷ একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সে বল সোজা মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনি৷ বীরুর ভাষায় – সারমেয় পুষতে পারেন, বিড়াল পুষতে পারেন, ভুল ধারণা পুষবেন না…

 

 

The post ‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement