shono
Advertisement

Breaking News

অভিনেত্রীকে প্রকাশ্যে ইসলাম গ্রহণের চাপ! চরম বিতর্কের মুখে জনপ্রিয় ইউটিউবার

নেটিজেনদের রোষের মুখে ইউটিউবার নাদির।
Posted: 10:11 AM Jun 23, 2023Updated: 02:23 PM Jun 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপারটা যে এদিকে গড়িয়ে যাবে তা আগে বুঝতেই পারেননি জনপ্রিয় ইউটিউবার নাদির আলি। আর এখন তো নাদির আলিকে নিয়ে বিতর্ক তুঙ্গে।

Advertisement

কাণ্ডটা হল, সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনিতা মার্শালের সাক্ষাৎকার নিয়েছিলেন নাদির। সেই সাক্ষাৎকারেই প্রকাশ্য়ে অভিনেত্রী সুনিতাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিতে শুরু করেন। নানা কথার ফাঁদের ফেলতে শুরু করেন নাদির। প্রায় সোজাসুজিই নাদির অভিনেত্রী সুনিতাকে বলেন, আশা করব তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে ইসলাম গ্রহণ করাটা কতটা জরুরী।

[আরও পড়ুন: নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু ব্যক্তির! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’]

 

সুনিতা আদতে খ্রিষ্টান। তবে তিনি বিয়ে করেন হাসান আহমদকে। নিকাহর পর ধর্ম বদলাতে হয়নি তাঁকে। সুনিতার একথা জানার পরই নাদির স্পষ্ট অভিনেত্রীকে বলেন, ”আপনার সন্তান কোন ধর্মাবলম্বী? সুনিতা উত্তর দেন, ইসলাম। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?”

নাদিরের এই প্রশ্নে রীতিমতো ভ্য়াবাচাকা খেয়ে যান সুনিতা। তবে অভিনেত্রী জবাবও দেন, যে তিনি আপাতত এসব নিয়ে ভাবতে নারাজ। এই সাক্ষাৎকারের কিছুটা অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাদিরের এমন ব্যবহার মোটেই সহ্য করেননি নেটিজেনরা। কেউ কেউ নাদিরের বিরুদ্ধে কড়া শাস্তির কথাও বলেছেন।

[আরও পড়ুন: ‘বেশরম’ পোজে দীপিকার ধাঁধা! স্বামীর প্রাক্তনের পোস্টে ফোড়ন কাটলেন আলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement