shono
Advertisement

‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’

পাক-মার্কিন সম্পর্কে চলা চাপানউতর কে আরও বাড়িয়ে তিনি বলেন, পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে The post ‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:44 PM Jan 14, 2017Updated: 12:16 PM Jan 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাকিস্তানকে একহাত নিলেন আমেরিকার উপ-রাষ্ট্রপতি জো বিডেন৷ পাক-মার্কিন সম্পর্কে চলা চাপানউতর কে আরও বাড়িয়ে তিনি বলেন, পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে৷ ইসলামাবাদকে তুলোধোনা করে বিডেন বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মত পাকিস্তানও দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে৷

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাখতুনদের

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরবর্তী মার্কিন প্রসাশনকে সতর্ক করে বিডেন বলেন যে বিশ্বে শান্তি বানিয়ে রাখতে ও পরমাণু অস্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তাঁদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে৷ ৮ বছরেরে ওবামা প্রশাসনে, পরমাণু অস্ত্র বানানোর সামগ্রীর প্রসার কমিয়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য ছিল, বলেও জানান মার্কিন উপ-রাষ্ট্রপতি৷ বর্তমান পরিস্থিতিতে জঙ্গি সংগঠনগুলোর হাতে পরমাণু অস্ত্র চলে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি৷

বেজিংকে রুখতে গেলেই যুদ্ধ বাধবে, আমেরিকাকে সতর্ক করল চিন

পাকিস্তানের সামরিক গতিবিধি ও হাক্কানি নেটওয়ার্ক, তালিবানের মত জঙ্গি গোষ্ঠীদের মদত দেওয়ায় বিরক্ত আমেরিকা৷ ভারতের বিরুদ্ধে বেশ কয়েকবার পরমাণু অস্ত্র ব্যাবহারের হুমকিও দিয়েছে পাকিস্তান৷ ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা বানানোর উদ্যোগের পেছনেও পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করে আমেরিকা৷

পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের

The post ‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement