shono
Advertisement

ভারতীয় সেনাবাহিনীর উপর মোবাইল অ্যাপসের মাধ্যমে নজরদারি পাকিস্তানের

অভিনব উপায়ে পাক গুপ্তচররা নজর রাখছে জওয়ানদের উপর৷ The post ভারতীয় সেনাবাহিনীর উপর মোবাইল অ্যাপসের মাধ্যমে নজরদারি পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:03 AM Dec 15, 2016Updated: 08:33 PM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেমস, মিউজিক অ্যাপে পাকিস্তানের নজরবন্দি ভারতীয় সেনা! ভারতের সশস্ত্র বাহিনীকে আরও মজবুত, বিধ্বংসী করে তুলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান তুলে সেনাবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের, যার জন্য বরাদ্দও হয়েছে কোটি কোটি টাকা৷ কিন্তু মোদির স্বপ্নে জল ঢালতে এবার উঠেপড়ে লেগেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর প্রতিটি পদক্ষেপের উপর নজরদারি চালাচ্ছে আইএসআই৷ মোবাইল গেম ও মিউজিক অ্যাপের মাধ্যমে জওয়ানদের ফোনে ম্যালওয়ার ঢোকাচ্ছে আইএসআই-এর গুপ্তচররা৷ Top Gun (গেমিং অ্যাপ), mpjunkie (মিউজিক অ্যাপ), vdjunky (ভিডিও অ্যাপ), talking frog (বিনোদনমূলক অ্যাপ)-এর মতো জনপ্রিয় অ্যাপকে হাতিয়ার করে ভারতীয় সেনাবাহিনীর একেবারে অন্দরে পৌঁছে যাচ্ছে পাক গুপ্তচররা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই পারথিভাই চৌধুরি লোকসভায় এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা জানিয়েছেন৷

Advertisement

(৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা)

কী করে এই ম্যালওয়ার? কোনও স্মার্টফোনে একবার ম্যালওয়ার হানা দিলে সেই স্মার্টফোনের প্রতিরোধ ক্ষমতা কার্যত শেষ হয়ে যায়৷ স্মার্টফোনে সংরক্ষিত যে কোনও তথ্য নিমেষে পৌঁছে যায় হ্যাকারের হাতের মুঠোয়৷ এমনকী, এমন কিছু ম্যালওয়ার রয়েছে যেগুলি একবার স্মার্টফোনে ঢুকলে তার ক্যামেরাকেও নিয়ন্ত্রণ করতে পারে৷ অর্থাৎ, যিনি স্মার্টফোন ব্যবহার করছেন, তাঁর অজান্তেই স্মার্টফোনের ক্যামেরাকে নিয়ন্ত্রণ করতে পারে একজন হ্যাকার৷ ঠিক এই পদ্ধতি অনুসরণ করেই ভারতীয় সেনাবাহিনীর অন্দরে ঢুকে পড়ছে পাক গুপ্তচররা৷ সেনাঘাঁটির ভিতরের খুঁটিনাটি জেনে নিচ্ছে আইএসআই৷ সেই তথ্য পৌঁছে যাচ্ছে পাক রেঞ্জার্স ও জঙ্গিদের কাছে৷ সেই মোতাবেক হামলা চালানো হচ্ছে সেনা ছাউনি, বায়ুসেনা ঘাঁটিতে৷ শহিদ হচ্ছেন দেশের জওয়ানরা৷

শুধু ম্যালওয়ার নয়, অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা আধিকারিকদের মোটা বেতনের চাকরি, বিপুল অর্থ, সুন্দরী মহিলার সঙ্গলাভের লোভ দেখিয়ে ভারতেরই বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে৷ দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির শীর্ষকর্তাদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে ফায়দা লুঠতে চাইছে পাকিস্তান৷ পাক গুপ্তচরদের লোভের ফাঁদে পা দিয়ে ২০১৩ থেকে ২০১৬-র মধ্যে অন্তত সাতজন প্রাক্তন সেনা আধিকারিক গ্রেফতার হয়েছেন৷ যদিও নিরাপত্তা সংক্রান্ত কারণে তাঁদের পরিচয় প্রকাশ্যে আনেনি কেন্দ্র৷ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী চৌধুরি আরও জানিয়েছেন, ভারতীয় জওয়ানদের কোনওরকম সন্দেহজনক অ্যাপ স্মার্টফোনে ইনস্টল না করার পরামর্শ দেওয়া হয়েছে৷ পাশাপাশি সার্কুলার জারি করে কম্পিউটার সিকিউরিটি পলিসি ও গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্র৷ সিসিটিভি ও বায়োমেট্রিক সিস্টেমের উপরেও বাড়তি নজর দেওয়া হচ্ছে৷ কোনওমতেই পাকিস্তানের সাইবার হামলার উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না, সাফ কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের৷

(আমেরিকার ধাঁচে সেনাকে ঢেলে সাজানোই স্বপ্ন মোদির!)

The post ভারতীয় সেনাবাহিনীর উপর মোবাইল অ্যাপসের মাধ্যমে নজরদারি পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement