shono
Advertisement

Panchayat Election: দিল্লিতে একজোট আর বাংলায় TMC’র বিরুদ্ধে লড়ছে বাম-কংগ্রেস, বিরোধীদের দ্বিচারিতায় ক্ষুব্ধ মমতা

পঞ্চায়েত ভোটে রাজ্যে ৬ তৃণমূল কর্মীর খুন হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল সভানেত্রী।
Posted: 04:23 PM Jul 03, 2023Updated: 04:35 PM Jul 03, 2023

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমের (Birbhum) ভারচুয়াল সভা থেকে একযোগে বাম ও কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূল সভানেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee) অভিযোগ, দিল্লিতে বিজেপিকে হারাতে বাম, কংগ্রেস, তৃণমূলের সঙ্গে জোট করছে। কিন্তু বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বাম-কংগ্রেস। এরপরই তাঁর খোঁচা, দুহাতে দুটো লাড্ডু নিয়ে চলবেন, তা তো হয় না।

Advertisement

সোমবার বীরভূমের দুবরাজপুরের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রচার সভায় ভারচুয়ালি যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই বাম-কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মমতার কটাক্ষ, “বাম-রাম-শ্যাম এক হয়েছে।” এরপরই তিনি দিল্লির বিরোধী জোটের প্রসঙ্গ টেনে এনে বাম ও কংগ্রেসকে তুলোধোনা করেন। তৃণমূল সুপ্রিমোর কথায়, “দিল্লিতে বামেরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেসও লড়াই করছে। আমরাও আছি ওদের লড়াইয়ে। এদিকে বাংলায় এসে বলছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই কর। মমতার বিরুদ্ধে লড়াই কর।” সঙ্গে তাঁর খোঁচা, “দুই হাতে দুই লাড্ডু নিয়ে চলবে! দিল্লিতে এক লাড্ডু, আর বাংলাতে আরেক লাড্ডু! এটা তো হয় না।”

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে ভারতের লক্ষ্মীলাভ! ‘দেশই আগে’, সাফ কথা জয়শংকরের]

পঞ্চায়েত ভোটে রাজ্যে ৬ তৃণমূল কর্মীর খুন হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল সভানেত্রী। ভারচুয়াল সভা থেকে মমতার অভিযোগ, “আমি আমার ৬ কর্মীকে হারিয়েছি। সবটাই করেছে বাম, বিজেপি, কংগ্রেস মিলে। বিরোধীরা কী সুন্দর বেরাচ্ছে। যা ইচ্ছে তাই করছে।”

উল্লেখ্য, জাতীয়স্তরে বিজেপির বিরুদ্ধে মহাজোট করছে কংগ্রেস-সহ একাধিক দল। জোটে রয়েছে তৃণমূল, বামেরাও। দিল্লিতে যতই দোস্তি হোক না কেন, বাংলায় তিন দলের কুস্তি চলছে। পঞ্চায়েত ভোটের আবহে এদিন ফের একবার বাম-কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।

[আরও পড়ুন: আরজি মেনে বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, হাই কোর্টে জানাল কমিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার