shono
Advertisement

Breaking News

Panchayat Election: মনোনয়ন ঘিরে টানা অশান্তি, নবান্নে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল না নওশাদের

ভাঙড়ে আইএসএফ মনোনয়ন জমা দিতে পারছে না, এই অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক।
Posted: 03:24 PM Jun 14, 2023Updated: 04:18 PM Jun 15, 2023

গৌতম ব্রহ্ম: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) মনোনয়ন পর্বে দু’দিন ধরে টানা অশান্ত ভাঙড়। আইএসএফ (ISF) কর্মীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে।  এই অভিযোগ নিয়ে সোজা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে গেলেন আইএফ বিধায়ক।  আজ দুপুর তিনটে নাগাদ নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।  যদিও সূত্রের খবর, তাঁকে নবান্নের বাইরে নিরাপত্তা কর্মীরা আটকে দেন।  কিছুক্ষণ অপেক্ষার পর অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় তিনি বাধ্য হয়েই ফিরে যান।    

Advertisement

টানা ২ দিন ধরে মনোনয়ন পর্ব ঘিরে ভাঙড়ে  (Bhangar) তুমুল উত্তেজনা। অভিযোগ, আইএসএফ কর্মীরা মনোনয়ন দিতে পারছেন না। তৃণমূলের কর্মী, সমর্থকরা বারবার বাধা দিচ্ছেন তাঁদের। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। চলছে গুলি। জখম হয়েছেন বহু। কয়েকঘণ্টা ধরে চলছে অশান্তি। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে মিলেছে বোমা। আইএসএফের অভিযোগ ছিল, হামলা চালিয়েছে তৃণমূল। এদিকে তৃণমূলের অভিযোগ ছিল, নওশাদের নেতৃত্বে অশান্তি করেছে আইএসএফ। মঙ্গলবার সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও বুধবার নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুরু বোমাবাজি। 

[আরও পড়ুন: রাজু ঝাঁ হত্যার সঙ্গে কয়লা পাচার যোগের সন্দেহ! CBI তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট]

এই পরিস্থিতিতে আইএসএফের প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান নওশাদ সিদ্দিকি। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা বিধায়ককে বোঝান, এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় না। নওশাদ জানান, তিনি ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানিয়েছিলেন। তবে নবান্নে গেলে তাঁকে জানানো হয়, মুখ্যমন্ত্রী অন্য কাজে ব্যস্ত। দেখা করা সম্ভব নয়।

[আরও পড়ুন: ২০২৩ সালেই ভারতে কোটিপতির সংখ্যা কমে যাবে সাড়ে ছয় হাজার, কিন্তু কেন?]

নবান্নে কিছুক্ষণ অপেক্ষা করার পর নওশাদ বেরিয়ে যান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,  ”ভাঙড়ে বেশ কয়েকদিন ধরে অশান্তি হচ্ছে। আইএসএফ কর্মী ও অন্যান্য বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে না। কমিশনের নির্দেশ সত্ত্বেও মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে আরাবুল ইসলাম, শওকত মোল্লা ও তাঁদের অনুগামীরা যেভাবে  জমায়েত করে বাধা দিচ্ছেন, তাতে সেখানকার জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তিত। আমি রাজ্যের অভিভাবিকার সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলতে এসেছিলাম। কিন্তু উনি আমার জন্য যথেষ্ট সময় দিতে পারেননি। তাই কথা হল না। আমাকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে উনি সময় দিতে পারবেন। কিন্তু কালই তো মনোনয়নের শেষ দিন। তাই পরে কথা বলে আর কোনও লাভ নেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement