shono
Advertisement

Breaking News

Panchayat Election: রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের, অশান্তি নিয়ে আলোচনার সম্ভাবনা

সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পরই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের।
Posted: 01:16 PM Jun 17, 2023Updated: 04:06 PM Jun 17, 2023

নব্যেন্দু হাজরা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহে রাজ্যে অশান্তির বিরোধিতায় বারবার সুর চড়িয়েছেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড়েও গিয়েছিলেন। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে এবার তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব রাজ্যপালের। শনিবার দুপুর ২টোয় রাজভবনে তাঁকে ডেকে পাঠিয়েছেন সি ভি আনন্দ বোস। 

Advertisement

শনিবার সকালে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ জানান, বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। বর্তমানে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলেও নালিশ করেন। স্ক্রুটিনি পর্বেও অশান্তির কথা বলেন। তাঁর দাবি, সমস্ত অভিযোগ শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মনোনয়নে অশান্তি নিয়ে ফোনে কথা হয় সুকান্তর। স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ দাবি করে চিঠিও পাঠিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। 

[আরও পড়ুন: বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে চোখে চুন! শীতলকুচিতে তৃণমূল প্রার্থীকে ‘অত্যাচার’]

সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পরই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল। শনিবার দুপুর ২টোয় রাজভবনে যেতে বলা হয়েছে তাঁকে। বাংলার ভোট পরিস্থিতিই আলোচ্য বিষয় হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভোটে অশান্তির প্রসঙ্গ নিয়ে দু’জনের আলোচনা হতে পারে বলেই খবর।

[আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের, ভোট পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement