shono
Advertisement

Breaking News

Panchayat Vote: ‘বিজেপির এত টাকা কোন বিমানে আসছে তদন্ত করবে না ED?’, ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে খোঁচা মমতার

জিএসটি নিয়েও কেন্দ্রকে একহাত নেন মমতা।
Posted: 08:09 PM Jul 12, 2023Updated: 08:10 PM Jul 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের দাবি রাজ্যের পঞ্চায়েত ভোট মোটেও শান্তিপূর্ণ হয়নি। আর তাই ভোট মিটতে না মিটতে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই তথ্য অনুসন্ধানকারী প্রতিনিধি দলের প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজেপির এত টাকার উৎসের খোঁজে ইডি, সিবিআই কেন তদন্ত করবে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

Advertisement

সিবিআই, ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি পরিচালনা করে বলে বারবার সুর চড়িয়েছে শাসক শিবির। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও আরও একবার শোনা গেল সেই একই অভিযোগ। তিনি বলেন, “সবাই চোর। ওরা ওয়াশিং মেশিন। গত ১০ বছর ধরে ভয় দেখিয়ে চলছে। এত টাকা কোথা থেকে পাচ্ছে বিজেপি? সবাইকে চোর বলে। কার মারফত আসছে এত টাকা? আমরা তদন্ত চাই। কোন এজেন্সি, কোন প্লেনে করে নিয়ে আসছে টাকা? কোন কোন জায়গায় কত টাকা ঢেলেছে তদন্ত করুন। টাকার উৎস কী? এখানে কেন ইডি-সিবিআই কাজ করবে না? করবে কী করে? যাঁদের উপর দায়িত্ব তাঁরাই তো নৈতিক দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছে।”

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোট হিংসায় নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা মমতার]

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও জোরাল কটাক্ষ করেন মমতা। বলেন, “কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর এজেন্সিকে দিয়ে দেশ চলে না। ওটা বিজেপি প্রোটেকশন কমিটি। প্রোভেকেশন কমিটি। দেশ চালাতে গেলে ধৈর্য ধরতে হয়।” জিএসটি নিয়ে কেন্দ্রকে একহাত নেন। তাঁর কটাক্ষ, “এখানে কোন ব্যবসায়ী ব্যবসা করবে? একটা নকুলদানা কিনতে গেলে জিএসটি লাগবে। কী করে দেশ চলবে? কত অত্যাচার আর করবেন?” পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে তাঁর পরামর্শ, “হেরেছেন হার মেনে নিন। মেনে নিয়ে রাজ্যবাসীকে বলুন আমরা কৃতজ্ঞ।”

[আরও পড়ুন: ভাঙড়ে গন্ডগোল ছড়াল কীভাবে? কেন্দ্রীয় বাহিনীকে বিঁধে প্রশ্ন মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement