shono
Advertisement

Breaking News

ডিসেম্বর পড়লেই কলকাতা ছাড়বেন পরমব্রত! পিয়াকে নিয়ে হানিমুনে যাচ্ছেন নাকি?

সোমবারই পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় পরমব্রতর।
Posted: 02:31 PM Nov 29, 2023Updated: 05:41 PM Nov 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন পিয়া চক্রবর্তী। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কিডনি স্টোনের যন্ত্রণায় কাতর ছিলেন তিনি। মঙ্গলবার অস্ত্রোপচারের পর এখন ভালোই রয়েছেন। সুস্থ হচ্ছেন ধীরে ধীরে। অন্যদিকে খবর, পয়লা ডিসেম্বরই নাকি কলকাতা ছাড়ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রায় সাতদিন শহরের বাইরে থাকবেন অভিনেতা। ৮ ডিসেম্বর নাকি কলকাতায় ফেরার কথা তাঁর।

Advertisement

৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। প্রতিবারই এই উৎসবের সঞ্চালনার দায়িত্বে থাকেন পরমব্রত। তবে এবার শহরে না থাকার জন্য, এই দায়িত্বে তাঁকে দেখা যাবে না।

[আরও পড়ুন: Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?]

তা পরম যাচ্ছেন কোথায়?

টলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পিয়াকে নিয়ে মধুচন্দ্রিমাতেই নাকি যাচ্ছেন পরমব্রত। তবে ঠিক কোথায় যাচ্ছেন, তা কিন্তু এখনও জানা যায়নি। বিয়ের খবরের মতোই, হানিমুনের খবরটাকেও প্রাইভেট রাখতে চান অভিনেতা। অন্যদিকে খবর রয়েছে, হিন্দি ছবি বানাতে চলেছেন পরমব্রত। সেই কাজেই নাকি মুম্বইয়ে উড়ে যেতে পারেন তিনি। 

সোমবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। সেদিন রাতে ছোট্ট একটি অনুষ্ঠানও হয়। পরমব্রত জানিয়েছেন, খুব শীঘ্রই ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য বিশেষ পার্টি দেবেন।

[আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ‘রক্তবীজ’-এর ইতিহাস! প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হবে এই দ্বীপরাষ্ট্রে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement