কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: দফায় দফায় অভিভাবকদের বিক্ষোভের জের৷ ফি বৃদ্ধির সিদ্ধান্ত বদল করল দমদমের আদিত্য অ্যাকাডেমি৷ মঙ্গলবারের পর বৃহস্পতিবারও সকাল থেকেই স্কুলের গেট আটকে রাস্তা অবরোধ করেন অভিভাবকরা৷ দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের জেরে স্কুল লাগোয়া রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা৷ বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ৷ বৈঠকেই মেলে রফাসূত্র৷
[বেহালায় যুবকের রহস্যমৃত্যু, রাস্তা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ]
গত মঙ্গলবার থেকে বারবারই শিরোনামে উঠে এসেছে দমদমের নাগেরবাজার চত্বরের আদিত্য অ্যাকাডেমি৷ অভিভাবকদের অভিযোগ, বিনা নোটিসেই স্কুলের ফি বাড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷ আগে স্কুলে ভরতির জন্য ৪০ হাজার টাকা দিতে হত, এখন তা দ্বিগুণ দাবি করছে কর্তৃপক্ষ। এছাড়া মাসিক টিউশন ফি-ও বাড়ানো হয়েছে। অভিভাবকদের অভিযোগ, আগে ৩ মাসের জন্য যে টাকা দিতে হত, এখন মাসে মাসে সেই টাকা দিতে হবে বলে জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের একাংশের দাবি, বিপুল পরিমাণ টাকা দিয়ে শিশুদের এই স্কুলে পড়ানো কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলে স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে। তাই বাড়তি ফি নেওয়ার সিদ্ধান্ত। অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি তাঁদের।
[দ্বিগুণ স্কুল ফি! দমদমের আদিত্য অ্যাকাডেমিতে বিক্ষোভ অভিভাবকদের]
যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি মানতে নারাজ অভিভাবকরা৷ এরই প্রতিবাদে গত মঙ্গলবারের পর বৃহস্পতিবার আবারও স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা৷ এদিন সকালে স্কুল লাগোয়া রাস্তা অবরোধ করেন তাঁরা৷ তৈরি হয় ব্যাপক যানজট৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী৷ অভিভাবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা৷ এরপরই বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ৷ বৈঠকের পর স্কুল কর্তৃপক্ষ ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে৷ এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়৷ মঙ্গলবার এবং বৃহস্পতিবার দু’দিনের বিক্ষোভের জেরেই ব্যাহত হয় পঠনপাঠন৷
দেখুন ভিডিও:
The post অভিভাবকদের বিক্ষোভে নতিস্বীকার, ফি বৃদ্ধির সিদ্ধান্ত বদল আদিত্য অ্যাকাডেমির appeared first on Sangbad Pratidin.