সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা আলোয় সেজে উঠেছে উদয়পুরের লীলা প্যালেস। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে রাঘব চাড্ডা ও পরিণীতির বিয়ের অনুষ্ঠান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবারই অনুষ্ঠীত হয়েছে পরিণীতির মেহেন্দির অনুষ্ঠান। মেহেন্দির রঙে পরিণীতির হাতে রাঘবের নাম। শনিবার অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান। আর এই সঙ্গীত অনুষ্ঠানেই রয়েছে বড় চমক। বলিউড সূত্র বলছে, রাঘনীতির সঙ্গীত অনুষ্ঠানের থিম নয়ের দশকের বলিউড। দুই পরিবারই নাকি নয়ের দশকের গানে নেচে উঠবে। গান বাছাইয়ের দায়িত্ব নাকি নিজে হাতেই সেরেছেন পরী ও রাঘব।
গত মে মাসে সম্পন্ন বাগদান। আর ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পরবেন রাঘব চাড্ডা ও পরিণীতি। ইতিমধ্য়েই উদয়পুরের লেক প্যালেসে শুরু বিয়ের তোড়জোড়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাঘনীতির ছাদনাতলা সাজানোর জন্য় কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে নানা রকমের ফুল। গোটা মণ্ডপ নাকি সেজে উঠবে সাদা, হলুদ, লাল ও গোলাপি ফুলে। পরিণীতির পছন্দ গোলাপ। তাই গোলাপের আধিক্য থাকবে ফুলের সাজে।
[আরও পড়ুন: মাথায় ঘোমটা টেনে লালবাগের গণেশ দর্শন, সানি লিওনিকে ‘সংস্কারি’ তকমা নেটপাড়ার]
ইতিমধ্য়েই অল্প অল্প করে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। দিল্লিতে রাঘবের বাড়িতে অনুষ্ঠিত হল সুফি নাইট। দুই পরিবারের উপস্থিতিতে জমজমাট এই সুফি নাইট। এ ইতিমধ্যেই প্রিয়াঙ্কার মা মধু চোপড়া যোগ দিয়েছেন অনুষ্ঠানে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খাঁটি পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে। ২৩ সেপ্টেম্বর হবে সঙ্গীত। এদিনই নাকি যোগ দেবেন নিক-প্রিয়াঙ্কা। যার থিম নয়ের দশক। শোনা যাবে নয়ের দশকের বলিউড গান। শোনা গিয়েছে, বিয়ের দিন মণীশ মালহোত্রার লহেঙ্গায় সেজে উঠবেন পরিণীতি। ২৪ সেপ্টেম্বর দুপুরেই শুরু হবে বিয়ের অনুষ্ঠান। রাতে বড় পার্টিও দেবেন রাঘনীতি।