সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক থেকে মুক্তি নেই প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024)। একদিকে যেমন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের। তেমনই একের পর এক বিতর্ক ধেয়ে আসছে অলিম্পিকের দিকে। এবার তার সঙ্গে জুড়ে গেল কোটি কোটি টাকার সামগ্রী চুরির ঘটনা। এবং সেই চুরির ঘটনা ঘটল ফুটবল কিংবদন্তি জিকোর সঙ্গে।
ব্রাজিলের অলিম্পিক দলের অতিথি হিসেবে প্যারিসে গিয়েছেন জিকো (Zico)। ৭১ বছর বয়সি ব্রাজিল তারকা গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন। গাড়ির জানলা খোলা থাকায় চুরির ঘটনা ঘটে। এ নিয়ে তিনি ফরাসি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। তাঁর ব্যাগে নগদ অর্থ, ঘড়ি এবং হিরের অলংকার ছিল বলেই জানা যাচ্ছে। সব মিলিয়ে যার আর্থিক মূল্য প্রায় ৫ লাখ ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৫৬ লক্ষ টাকা।
[আরও পড়ুন: দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কষ্টের জয়, ৩ পয়েন্ট দিয়েই ডুরান্ড শুরু মোহনবাগানের]
তবে জিকোর কত টাকার সম্পত্তি চুরি গিয়েছে সেই নিয়ে বিতর্ক রয়েছে। অনেক সূত্রের মতে, টাকার পরিমাণ এত বেশি নয়। তবে তাতেও বিতর্ক কমছে না। বিশেষ করে জিকোর মতো কিংবদন্তি ফুটবলারের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটায় বিতর্ক দানা বাঁধছে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। সেলেকাওদের কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন।
[আরও পড়ুন: অলিম্পিক উদ্বোধনে সস্তার শাড়ি! সিন্ধুদের পোশাক নিয়ে বিতর্ক নেটপাড়ায়]
তবে এই ঘটনাই প্রথম নয়। অলিম্পিক উদ্বোধনের আগেই ফ্রান্সের রেল ব্যবস্থায় বড়সড় হামলা ঘটে। যার ফলে প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। তবে উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্নেই কেটেছে। কিন্তু অনুষ্ঠান ঘিরেও একাধিক বিতর্ক হয়েছে। যেখানে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় ক্ষমাও চেয়ে নেয় কর্তৃপক্ষ। আবার জিশুকে নিয়ে ব্যঙ্গ করায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করার বিতর্কও উঠছে। সেসবের সঙ্গেই জুড়ে গেল জিকোর সম্পত্তি চুরির ঘটনা।