shono
Advertisement

Breaking News

Paris Olympics 2024

অলিম্পিকে সম্ভাব্য পদকজয়ী: ব্যাডমিন্টনে স্বপ্ন দেখাচ্ছেন চিরাগ-সাত্ত্বিক

২০২৩ সালে বিশ্বে এক নম্বর হয়েছিল এই জুটি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:54 PM Jul 19, 2024Updated: 06:06 PM Jul 19, 2024

নাম- চিরাগ শেট্টি, সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি

Advertisement

ইভেন্ট- ব্যাডমিন্টন, মেনস ডাবলস

বিশ্বর‍্যাঙ্কিং- ৩

অলিম্পিকে ফলাফল- ২০২০ টোকিও অলিম্পিকে গ্রুপ পর্বে বিদায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ব্যাডমিন্টনের স্বর্ণালী ইতিহাসের অন্যতম দুই কারিগর- চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি। তাঁদের হাত ধরেই প্রথমবার টমাস কাপ জিতেছে ভারত। তার পরে কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসেও তাঁরা দেশকে সোনার পদক এনে দিয়েছেন। ২০২৩ সালে বিশ্বে এক নম্বর হয়েছিল এই জুটি।

২০২০ অলিম্পিকে অবশ্য একেবারেই আশাপ্রদ ছিল না সাত্ত্বিক-চিরাগের জুটি। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া এবং চিনা তাইপেইয়ের কাছে হেরে যান তাঁরা। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিতলেও আর কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় জুটি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাঁদের।

[আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে সমঝোতার বার্তা দিয়ে বোর্ডকে চিঠি বিরাটের! কী বলছে বিসিসিআই?

তবে এই ব্যর্থতার পরেই দুরন্ত কামব্যাক করেন সাত্ত্বিক-চিরাগ। ২০২২ সালে থমাস কাপে ভারতের জয়ে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। সেবছর চোখ ধাধাঁনো পারফরম্যান্স করে এই জুটি। ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। ২০২৩ সালে আয়োজিত এশিয়ান গেমসেও স্বর্ণপদক ছিনিয়ে নেন। প্রথম ভারতীয় জুটি হিসাবে ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে যান।

আসন্ন অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতীয়দের মধ্যে পদক জেতার অন্যতম দাবিদার সাত্ত্বিক-চিরাগ। ২০২৪ সালেই তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন তাঁরা। একটি খেতাবও এসেছে তাঁদের ঝুলিতে। যদিও বিশ্বর‍্যাঙ্কিংয়ে এখন তৃতীয় স্থানে রয়েছেন তাঁরা, তবুও পদক জয়ের প্রবল দাবিদার এই সাত্ত্বিক-চিরাগ জুটি। রুপো-ব্রোঞ্জ নয়, সোনাও আসতে পারে তাঁদের হাত ধরেই, আশায় বুক বাঁধছে ভারতবাসী। 

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, ফেল কোপাতেও, দুই বড় ইভেন্টে ব্যর্থ আমেরিকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ অলিম্পিকে অবশ্য একেবারেই আশাপ্রদ ছিল না সাত্ত্বিক-চিরাগের জুটি।
  • ২০২২ কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। ২০২৩ সালে আয়োজিত এশিয়ান গেমসেও স্বর্ণপদক ছিনিয়ে নেন।
  • রুপো-ব্রোঞ্জ নয়, সোনাও আসতে পারে তাঁদের হাত ধরেই, আশায় বুক বাঁধছে ভারতবাসী। 
Advertisement