shono
Advertisement

Breaking News

Samaresh Jung

বাড়ি ভাঙার নোটিস, অলিম্পিকের মাঝেই দেশে ফিরলেন মনুদের কোচ সমরেশ জঙ্গ

'অন্তত দুমাস সময় দিতে পারত', আবেদন জাতীয় শুটিং কোচের।
Published By: Arpan DasPosted: 05:05 PM Aug 02, 2024Updated: 07:23 PM Aug 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। পরে মিক্সড ইভেন্টেও মনু ও সরবজ্যোত সিংয়ের হাত ধরে ব্রোঞ্জ ঢুকেছে ভারতের ঝুলিতে। যদিও তার মাঝেই দুঃসংবাদ। আচমকাই দেশে ফিরে আসতে বাধ্য হলেন জাতীয় শুটিং কোচ সমরেশ জঙ্গ (Samaresh Jung)। মনুদের পদকজয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল তাঁর।

Advertisement

কিন্তু কেন দেশে ফিরছেন তিনি? জানা গিয়েছে, বাড়ি ভাঙার নোটিস পেয়েছেন জঙ্গ। আগামী দুদিনের মধ্যে তাঁর বাড়ি ভাঙা হবে। খবর পেতেই সোজা দেশে ফিরেছেন তিনি। দিল্লির সিভিল লাইনস এলাকার খাইবার পাস অঞ্চলে থাকেন সমরেশ। ভূমি সুরক্ষা দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, সমরেশ ও তাঁর আশেপাশের কয়েকটি বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে। ওই এলাকাটি রয়েছে প্রতিরক্ষা দপ্তরের অধীনে।

[আরও পড়ুন: ‘চার বছর দীর্ঘ সময়’, পরের অলিম্পিকে পদকের লড়াইয়ে ফেরা নিয়ে সংশয়ে সিন্ধু]

সমরেশ ২০০৮-র বেজিং অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলছেন, "আমি এটার বিষয়ে কিছুই জানি না। এটা নাকি ওদের প্ল্যানের মধ্যে নেই। গোটা এলাকাকেই ওরা বেআইনি ঘোষণা করেছে। আমরা এখানে গত ৭৫ বছর ধরে রয়েছি। সেই ১৯৫০ সাল থেকে। আমরা আদালতে গিয়েছিলাম। কিন্তু পিটিশন খারিজ করা হয়েছে।"

অর্জুন পুরস্কার জয়ী কোচ বলছেন, "ভারতীয় শুটাররা দুটো অলিম্পিক মেডেল পেয়েছে। তার মধ্যেই এই দুঃখজনক খবর পেতে হল। একজন অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কার প্রাপক হিসেবে অন্তত এটুকু আশা করতে পারি যে, অন্তত সম্মানের সঙ্গে বিদায় নিতে পারি। আমি বিষয়টি পরিষ্কার করার জন্য আবেদন করেছিলাম। অন্তত দুমাস সময় দিতে পারত।"

[আরও পড়ুন: সর্বস্ব দিয়েও হল না শেষরক্ষা, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার শপথ ‘যোদ্ধা’ নিখাতের]

উল্লেখ্য, সমরেশ ২০০৬ সালের কমনওয়েলথ গেমসে সব মিলিয়ে মোট পাঁচটি সোনা জিতেছিলেন। ২০০২-এ তিনি অর্জুন পুরস্কার পান। এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, আইওএ–র প্রধান পিটি ঊষাকে ট্যাগও করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। পরে মিক্সড ইভেন্টেও মনু ও সরবজ্যোত সিংয়ের হাত ধরে ব্রোঞ্জ ঢুকেছে ভারতের ঝুলিতে।
  • যদিও তার মাঝেই দুঃসংবাদ। আচমকাই দেশে ফিরে আসতে বাধ্য হলেন জাতীয় শুটিং কোচ সমরেশ জঙ্গ।
  • মনুদের পদকজয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল তাঁর।
Advertisement