সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটুর জন্য কতকিছু হয়নি...! শ্রীজা যদি স্নায়ুর চাপ সামলাতে পারতেন। মণিকা যদি 'আনফোর্সড এরর' গুলো না করতেন। তাহলে হয়তো প্রথমবার অলিম্পিক (Paris Olympics 2024) টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্টে পদক জিতে ইতিহাসে নাম লেখাতে পারতেন ভারতের দুই টেবিল টেনিস তারকা। কিন্তু তেমনটা হল না। ইতিহাস গড়লেও পদক আনতে পারলেন না শ্রীজা আকুলা (Sreeja Akula), মণিকা বাত্রারা।
এর আগে অলিম্পিক টেবিল টেনিসে ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেননি কোনও ভারতীয় তারকা। সেই কাজটি এবার প্রথম করেন মণিকা বাত্রা। দ্বিতীয় মহিলা হিসাবে এই কীর্তির মালিক হন শ্রীজা আকুলা। কিন্তু আশা জাগিয়েও পদকের দৌড়ে টিকতে পারলেন না ভারতের দুই পেডলার। দুজনেই শেষ ষোলোর ম্যাচে পরাস্ত হলেন।
[আরও পড়ুন: ৯ বছরের দাম্পত্যে ইতি, সংসার ভাঙল আরিফিন শুভ ও অর্পিতার]
প্রি কোয়ার্টার ফাইনালে মনিকার (Manika Batra) প্রতিপক্ষ ছিলেন জাপানের মিউ হিরানো। টুর্নামেন্টের অষ্টম বাছাই মিউ, ১৮ তম বাছাই মণিকার জন্য বেশ কঠিন প্রতিপক্ষ ছিলেন। তবে প্রি-কোয়ার্টারে ভালো লড়াই করেছেন মণিকা। শেষ পর্যন্ত তীব্র লড়াই করেও ১-৪ গেমে হারতে হল তাঁকে। ৬-১১, ৯-১১, ১৪-১২, ৮-১১, ৬-১১ ব্যবধানে হেরে প্যারিস অলিম্পিক্সের সিঙ্গলস থেকে বিদায় নেন ভারতীয় পেডলার। মণিকাকে ভোগাল অনফোর্সড এরর এবং প্রতিপক্ষের টপ স্পিন। শ্রীজা আকুলা নক-আউট পর্বের প্রথম ম্যাচে হারিয়েছিলেন সিঙ্গাপুরের জিয়ান জেনকে। কিন্তু শেষ ষোলোর ম্যাচে বুধবার গভীর রাতে তাঁর প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই তথা বিশ্বের এক নম্বর তারকা সুন ইউংসা। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম দুই গেমেই ভালো লড়াই করেন শ্রীজা। দুবারই তিনি এগিয়ে গিয়েছিলেন ১০-৬ পয়েন্টে। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি। ৪-০ গেমেই পরাস্ত হতে হয় তাঁকে। শ্রীজা হারেন ১০-১২, ১০-১২, ৮-১১, ৩-১১ পয়েন্টে।
[আরও পড়ুন: রাজ্যে ফের একাধিক দপ্তরে আমলা বদল, শিক্ষাসচিবের পদ থেকে সরলেন মণীশ জৈন]
টেবিল টেনিসে পদক না এলেও বক্সিং থেকে বুধবার ভালো খবর পেয়েছে ভারত। লভলিনা বরগোঁহাই যেমন পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে, তেমনই পুরুষদের ৭১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন নিশান্ত দেব। শেষ ষোলোর ম্যাচে গ্যাব্রিয়েল রড্রিগেজ টেনেরিওকে হারিয়েছেন তিনি।