shono
Advertisement

Breaking News

Paris Olympics 2024

বিশ্ব অ্যাথলেটিক্সের দিকে আঙুল ফেডারেশনের, প্যারিস অলিম্পিকের দল থেকে বাদ আভা খাটুয়া

১১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেখানে নাম নেই আভা খাটুয়ার।
Published By: Krishanu MazumderPosted: 02:07 PM Jul 18, 2024Updated: 02:17 PM Jul 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবেলায় র‌্যাঙ্কিংয়ের সুবাদে পেয়ে গিয়েছিলেন অলিম্পিকের (Paris Olympics 2024) কোটা। অন্য অ্যাথলিটদের সঙ্গে প্রস্তুতি নিতে ইতিমধ্যে তুরস্কেও রওনা হয়েছেন তিনি। তবে প্যারিসে তিনি আদৌ লড়াইয়ের সুযোগ পাবেন কি না, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা!
বুধবার প্যারিস অলিম্পিকের জন্য ১১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেখানে নাম নেই তাঁর, অর্থাৎ আভা খাটুয়ার। অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ৩০ জনের নাম পাঠিয়েছিল আইওএ-কে। সেই তালিকা থেকে একমাত্র বাদ পড়েছেন আভা। কেন বাদ গিয়েছেন তিনি? এই বিষয়ে কোনও কারণ জানানো হয়নি আইওএ-র তরফে। ফোন ধরেননি আইওএ প্রধান পিটি উষা, জবাব দেননি মেসেজেরও।

Advertisement

[আরও পড়ুন: ডার্বির ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ-মেরুন, আজ সামনে পিয়ারলেস]


অন্যদিকে, অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালাও কোনও স্পষ্ট জবাব দেননি। তিনি অবশ্য পরোক্ষে আভার নাম বাদ যাওয়ার দায় চাপিয়েছেন অ্যাথলেটিক্সের আন্তর্জাতিক নিয়ামক সংস্থার উপর। ফেডারেশন সভাপতির কথায়, “আভার নাম বিশ্ব অ্যাথলেটিক্স থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। তবে কী আলোচনা হয়েছে, সেটা এখনই প্রকাশ্যে বলার সময় আসেনি।”
ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, বিশ্ব অ্যাথলেটিক্স থেকে অনেক সময়ই কোনও অ্যাথলিটকে বাদ দেওয়া নিয়ে বিস্তারিত কিছু সংশ্লিষ্ট দেশকে জানানো হয় না। এটা ওদের দীর্ঘদিনের অভ্যাস। এই বিষয়ে এখনও মুখ খোলেননি আভা।
সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে আছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা আভা। তিনি চাকরিসূত্রে খেলেন মহারাষ্ট্রের হয়ে। কয়েক মাস আগে আভা শটপাটে জাতীয় রেকর্ড গড়েছেন ভুবনেশ্বরে ফেডারেশন কাপে ১৮.৪১ মিটার থ্রো করে। সম্প্রতি আন্তঃরাজ্য মিটেও তিনি সোনা জেতেন। এই পারফরম্যান্স সরাসরি অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। তবে ধারাবাহিকভাবে ভালো খেলার ফলেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেন তিনি। শেষপর্যন্ত সেই র‌্যাঙ্কিংয়ের সুবাদেই প্যারিসের ছাড়পত্র পেয়েছেন আভা। ১১ জুলাই গেমসের ছাড়পত্র পাওয়া বাকি অ্যাথলিটদের সঙ্গে যোগ দিতে তুরস্কের স্পালায় গিয়েছেন তিনি। সেখান থেকে সরাসরি ফ্রান্সের রাজধানীতে যাওয়ার কথা তাঁর। যদিও বুধবারের পর বঙ্গ-কন্যার অলিম্পিক খেলার স্বপ্ন পূরণ হওয়া নিয়েই প্রশ্ন উঠছে।
অবশ্য আইওএ-র ঘোষিত দলে রয়েছেন বাংলার অনুশ আগরওয়াল। ইকুয়েস্ট্রিয়ানে ভারতের একমাত্র প্রতিনিধি বালিগঞ্জের এই যুবক। এশিয়ান গেমসে জোড়া পদকজয়ী অনুশ প্যারিসেও পদকের দাবিদার। এছাড়া তিরন্দাজি দলে থাকা অঙ্কিতা ভকত ও দীপিকা কুমারীর সঙ্গেও বাংলার যোগযোগ রয়েছে। দমদমের মেয়ে হলেও অঙ্কিতা চাকরিসূত্রে ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করেন। ঝাড়খণ্ডের দীপিকা আবার বঙ্গ তিরন্দাজ অতনু দাসের স্ত্রী।
এছাড়া বাংলার প্যাডলার ঐহিকা মুখোপাধ্যায় টেবল টেনিস দলে রয়েছেন রিজার্ভ সদস্য হিসাবে। টেবল টেনিস দলে রয়েছেন বাংলার সৌরভ চক্রবর্তীও। প্রাক্তন এই জাতীয় চ্যাম্পিয়নকেই অলিম্পিকের দলে কোচ হিসাবে রাখা হয়েছে। সেসব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলার আভা বাদ পড়া।

[আরও পড়ুন: মোহনবাগানের পথে গ্রেগ স্টুয়ার্ট, আক্রমণে অভিজ্ঞ মুখেই ভরসা সবুজ-মেরুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষবেলায় র‌্যাঙ্কিংয়ের সুবাদে পেয়ে গিয়েছিলেন অলিম্পিকের (Paris Olympics 2024) কোটা।
  • অন্য অ্যাথলিটদের সঙ্গে প্রস্তুতি নিতে ইতিমধ্যে তুরস্কেও রওনা হয়েছেন তিনি।
  • তবে প্যারিসে তিনি আদৌ লড়াইয়ের সুযোগ পাবেন কি না, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা!
Advertisement