অর্ণব আইচ: ‘বন্দিমুক্তি আন্দোলনকারীদের খুঁজছি’, আদালত থেকে জেলে ফেরার সময় এমনই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিনও জামিনের আরজি জানাননি তাঁর আইনজীবী। এদিকে নাতনির জন্মদিনে যোগ দিতে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন জানালেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশের সময় বন্দিদশা নিয়ে হতাশা প্রকাশ করছিলেন তিনি। ফেরার সময়ও কার্যত একই সুর। গাড়িতে ওঠার সময় পার্থ চট্টোপাধ্যায় বললেন, “আমি ৩০০ দিন ধরে বিনা বিচারে আটকে আছি। যারা বন্দি মুক্তি আন্দোলন করেন তাঁরা কোথায়? ওদের খুঁজছি।” এদিকে এদিন আদালতে তোলা কল্যাণময় গঙ্গোপাধ্যায় ২৪ মে ৪ থেকে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন জানান। কারণ হিসেবে জানানো হয়েছে নাতনির জন্মদিন। তবে বিশেষ আদালতের তরফে বলা হয়েছে, এই আদালতের এই সিদ্ধান্ত জানানোর ক্ষমতা নেই। সেক্ষেত্রে সিবিআই আদালতে আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
[আরও পড়ুন: মদনের পর শতাব্দী, রামপুরহাট মেডিক্যালের পরিষেবা নিয়ে ‘ক্ষুব্ধ’ তৃণমূল সাংসদ]
কিন্তু নতুন করে আবেদন করে অনুমতি পাওয়া সময় সাপেক্ষা। এই দিক বিবেচনা করে আদালতের তরফে জেল কর্তৃপক্ষের কাছে আরজির পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ প্যারোলে মুক্তির সিদ্ধান্ত এবার জেলের হাতেই। এদিকে এদিন জামিনের আবেদন করেন, অশোক সাহা, শান্তিপ্রসাদ সাহা, এসপি সিনহা-সহ ৪ জন। তাঁদের জামিনের আরজি খারিজ করে সকলকে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।