সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু বাংলার শ্রমিকের। কেরলে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে পাথরপ্রতিমার শ্রমিকের। এখনও নিখোঁজ ২। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।
সামান্য বেশি উপার্জন হলে পরিবারের লোকজনের সুরাহা হয়। এই আশায় গত আগস্টে পাথরপ্রতিমা থেকে কেরলে কাজ করতে যান তিন পরিযায়ী শ্রমিক। ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। কুয়ো খুঁড়তে যান তিন পরিযায়ী শ্রমিক। আচমকাই ধস নামে। চাপা পড়ে যান তিনজন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত বছর ছত্রিশের নাজিবুর রহমান খান। তিনি পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।
এখনও নিখোঁজ আরও দুজন শ্রমিক। তাঁদের মধ্যে একজন বর্ধমান এবং অন্যজন সুন্দরবনের বাসিন্দা। তাঁদের খোঁজে চলছে জোর তল্লাশি। এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন নাজিবুর রহমান খান। তাঁর মৃত্যুতে স্বজনহারানোর ব্যথার মাঝেও আর্থিক দুশ্চিন্তায় পরিবারের লোকজন। কীভাবে চলবে ভবিষ্যৎ, তা নিয়ে হতাশ তাঁরা।