shono
Advertisement

রেনবোকে হারিয়ে ফের শীর্ষে, ঘরোয়া লিগে ইতিহাসের দোরগোড়ায় পিয়ারলেস

এক নজরে দেখে নিন লিগে কে কোথায় দাঁড়িয়ে? The post রেনবোকে হারিয়ে ফের শীর্ষে, ঘরোয়া লিগে ইতিহাসের দোরগোড়ায় পিয়ারলেস appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Sep 27, 2019Updated: 04:40 PM Sep 27, 2019

পিয়ারলেস: ১ (দীপেন্দু)

Advertisement

রেনবো: ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৫৮ সালের পর কি আবার সেই অঘটন ঘটতে চলেছে। ৬ দশক পর কি কলকাতা লিগ তিন প্রধানের বাইরে যেতে চলছে? পিয়ারলেস কিন্তু, এই অঘটন ঘটানোর জন্য কোমর বেঁধে নেমেছে। নিজেদের লক্ষ্যে এদিন আরও একধাপ এগিয়ে গেল পিয়ারলেস। বারাসতে লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউ বারাকপুর রেনবোকে ১-০ গোলে হারিয়ে দিল পিয়ারলেস। এদিন ম্যাচ শুরুর আগে পিয়ারলেসের লক্ষ্য ছিল বড় ব্যবধানে জয়। তা সম্ভব না হলেও, শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই স্বস্তির নিশ্বাস ফেলবেন কোচ জহর দাস। কারণ, এদিনের জয়ের ফলে তাঁর দল ফের লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করল। এদিন, পিয়ালেসের হয়ে একমাত্র গোলটি করেন দীপেন্দু।

[আরও পড়ুন: মিনি ডার্বিতে দুরন্ত জয়, লিগের লড়াইয়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল]

এই ম্যাচের আগে যা পরিস্থিতি ছিল তাতে লিগ জয়ের দৌড়ে টিকে থাকতে হলে রেনবোকে হারাতেই হত ক্রোমাদের। কারণ, এই ম্যাচের আগে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল ইস্টবেঙ্গল। অন্য দিকে, ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পিয়ারলেস ছিল তৃতীয় স্থানে। লিগ জিততে হলে শেষ দুই ম্যাচে কোনওভাবেই পয়েন্ট নষ্ট করা যাবে না। আর যদি পিয়ারলেস এই দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে, তা হলে শেষ ম্যাচে কাস্টমসকে হারালেই শতবর্ষে কলকাতা লিগ ঢুকবে লাল-হলুদ শিবিরে। এই পরিস্থিতিতে নেমে এদিন হতাশ করলেন না পিয়ারলেস ফুটবলাররা। লিগের দশম ম্যাচে জয়ের ফলে আপাতত লিগ শীর্ষে জহর দাসের ছেলেরাই। সমসংখ্যাক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট আছে ইস্টবেঙ্গলেরও। কিন্তু, গোলপার্থক্যে লাল-হলুদ শিবিরের থেকে অনেকটাই এগিয়ে পিয়ারলেস।

[আরও পড়ুন: ঘরোয়া লিগে সাদার্নের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে জয় মোহনবাগানের]

আপাতত, পিয়ারলেসের গোলপার্থক্য ১১ এবং ইস্টবেঙ্গলের গোলপার্থক্য ৭। আগামী ২৯ অক্টোবর লিগের শেষ ম্যাচ। সেদিন কাস্টমসের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। পিয়ারলেস মুখোমুখি হবে জর্জ টেলিগ্রাফের। একই সময়ে খেলবে দুই দল। একই দিনে খেলা মোহনবাগানেরও। শেষ ম্যাচে জর্জকে হারিয়ে দিতে পারলে পিয়ারলেসের চ্যাম্পিয়ন হওয়া কার্যত নিশ্চিত। অন্যদিকে, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে হলে বিরাট ব্যবধানে জিততে হবে।

The post রেনবোকে হারিয়ে ফের শীর্ষে, ঘরোয়া লিগে ইতিহাসের দোরগোড়ায় পিয়ারলেস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement